Social Media

Light
Dark

সুযোগ কাজে লাগাতে ওস্তাদ গৌতম গম্ভীর

সুযোগের সঠিক ব্যবহার করতে বেশ দক্ষ ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর। কখন, কাকে, কোথায় ব্যবহার করতে হবে তা ভালো করেই জানেন তিনি। যার প্রমাণ দিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সর্বশেষ আসরে। আর সম্প্রতি ভারতের নতুন এই কোচকে প্রশংসায় ভাসালেন সাবেক অস্ট্রেলিয়ান পেস বোলার ব্রেট লি।

ads

গম্ভীর প্রসঙ্গে ব্রেট লি বলেন, ‘তিনি (গৌতম গম্ভীর) দুর্দান্ত ভাবে সুযোগগুলো ব্যবহার করতে জানেন। আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরিং করেছেন এবং জিতেছেন শিরোপা।’

ডান-হাতি এই পেসার গম্ভীর সম্পর্কে আরও বলেন, ‘দলের সবাইকে একত্র  করার মন্ত্রও জানা আছে গম্ভীরের। তিনি তাঁর ক্যারিয়ারেও বেশ আক্রমণাত্মক ছিলেন। জয়ের জন্য তাঁর আগ্রাসী মনোভবে দলের জয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

ads

সাবেক এই অজি তারকা রাহুল দ্রাবিড়ের প্রশংসাও করেন। তাছাড়া ব্রেট লি’র মতে, ভারতের ভবিষ্যত এখন নিরাপদ হাতেই রয়েছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মার বিষয়ে তিনি বলেন, ‘প্রথমত, বিরাট কোহলি-রোহিত শর্মা ইতিমধ্যেই অবসরে ঘোষণা দিয়েছেন। তবে বিশ্বকাপের এবারের আসরে দুর্দান্ত খেলেছে ভারত। সত্যিই সে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।’

ভারতের সামনে এখন শ্রীলঙ্কা সিরিজ। যদিও গম্ভীরের প্রথম প্রজেক্টে রোহিত-বিরাট থাকছেন না। অবশ্য গম্ভীরের জন্য সেটা কোনো বাঁধা নয়।

তিনি জানেন কিভাবে দল গোছাতে হয়, কখন, কাকে ব্যবহার করতে হয়। আর বিশেষ এই দক্ষতাই গৌতম গম্ভীরকে সবার থেকে আলাদা করে রাখে সবসময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link