বৈভব সুরিয়াভানশি, অর্থের ঝনঝনানি বনাম প্রতিভার স্ফূরণ

এই প্রতিভাবানের উত্তাপ সবচেয়ে বেশি টের পেয়েছেন দুলনিথ সিগেরা। ইনিংসের দ্বিতীয় আর দুলনিথের প্রথম ওভার থেকেই ২২ রান আদায় করে নিয়েছিলেন তিনি, হাঁকিয়েছিলেন একটার পর একটা বাউন্ডারি। বাই আর অতিরিক্ত মিলিয়ে সেই ওভারে এসেছিল ৩১ রান। সবমিলিয়ে ৮.৩ ওভারের ওপেনিং জুটিতে ৯১ রান আদায় করে নিয়েছিলেন, যেখানে তাঁর অবদান সিংহভাগ।

বয়স এখনো ১৪ হয়নি, টেনেটুনে কিশোর বলা যায়। অথচ তিনিই দল পেয়ে গেলেন আইপিএলে, সেটাও আবার কোটি রুপির বেশি মূল্যে। কিন্তু কেন, ঘরোয়া ক্রিকেটে চোখ কপালে তুলে দেয়ার পরিসংখ্যান থাকলেও উত্তর খুঁজতে মরিয়া হয়ে উঠেছিল ক্রিকেট বিশ্ব। সেই আরাধ্য উত্তরটাই মিলেছে এবার, যুব এশিয়া কাপের সেমিফাইনালে।

শ্রীলঙ্কার বিপক্ষে রীতিমতো তান্ডব চালিয়েছেন বৈভব সুরিয়াভানশি, ওয়ানডে ম্যাচে এনে দিয়েছিলেন টি-টোয়েন্টির স্বাদ। ১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন তিনি।

এদিন মাত্র ৩৬ বল ক্রিজে স্থায়ী হয়েছিলেন এই বাঁ-হাতি, তাতেই করেছেন ৬৭ রান। ছয়টা চারের পাশাপাশি পাঁচটা বিশাল ছক্কার মারে সাজানো ইনিংসটিতে তাঁর স্ট্রাইক রেট ১৮৬.১১! আইপিএলে নিজের আগমনী বার্তা দেয়ার জন্য পারফেক্ট ইনিংস বটে।

এই প্রতিভাবানের উত্তাপ সবচেয়ে বেশি টের পেয়েছেন দুলনিথ সিগেরা। ইনিংসের দ্বিতীয় আর দুলনিথের প্রথম ওভার থেকেই ২২ রান আদায় করে নিয়েছিলেন তিনি, হাঁকিয়েছিলেন একটার পর একটা বাউন্ডারি। বাই আর অতিরিক্ত মিলিয়ে সেই ওভারে এসেছিল ৩১ রান। সবমিলিয়ে ৮.৩ ওভারের ওপেনিং জুটিতে ৯১ রান আদায় করে নিয়েছিলেন, যেখানে তাঁর অবদান সিংহভাগ।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের যুব দলের বিপক্ষে ৪৬ বলে ৭৬ রান করেছিলেন বৈভব, সেটাও আবার অপরাজিত থেকেই। স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক রেটের কীর্তি তাঁর দখলেই। চার ম্যাচ খেলে করেছেন ১৬৭ রান, স্ট্রাইক রেট প্রায় ১৪৭!

রাজস্থান রয়্যালস যে ভরসা দেখিয়েছে বৈভবের ওপর সেটা অভূতপূর্ব। তবে তিনি যেভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সেটাও কেউ কখনো ভাবতে পারেনি। এখন অপেক্ষা কেবল বড় মঞ্চের, সেখানে নিজেকে প্রমাণ করতে পারাটাই আসল।

Share via
Copy link