এবার বরুণ লিখবে অজি বধের অধ্যায়!

দুবাইয়ের উইকেটে স্পিনারদের আধিক্য থাকবে ভারতের একাদশে সেটা নিশ্চিত। আর তিনিই হতে পারেন অজিদের বিপক্ষে ভারতের তুরুপের তাস। 

বিস্ময় জাগান তিনি বাইশ গজে। ব্যাটারের অবাক দৃষ্টিতে সমীহ আদায় করেন বরুণ চক্রবর্তী। সেই বিস্ময়ের আবেশ কাটতে না কাটতেই যেন উইকেট নাই হয়ে যায় প্রতিপক্ষ ব্যাটারদের। দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তেমনই এক ঘোর সৃষ্টি করলেন বরুণ। কিন্তু বছর চারেক আগে কি এক দুর্বিষহ সময়ই না তিনি পার করেছেন!

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তিনি হাজির হয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভেলকি দেখিয়ে জায়গা করে নিয়েছিলেন ভারতের বিশ্বকাপ দলে। কিন্তু নতুন অভিজ্ঞতার স্নায়ুচাপে তিনি নিজেকে ঠিক মানিয়ে নিতে পারেননি।

তিন ম্যাচে ১২ ওভার করে কোন উইকেটের দেখা পাননি বরুণ। কিন্তু ইকোনমিক্যাল বোলিং করেছিলেন বটে। আরব আমিরাতের স্পিন বান্ধব উইকেটে তিনি হবেন উইকেট শিকারি, সেটাই ছিল প্রত্যাশিত। সেই প্রত্যাশা পূরণে তিনি সেবার ব্যর্থ হয়েছিলেন।

এরপরই তিনি কোথাও একটা হারিয়ে গেলেন। ভারতের ক্রিকেট মহলে তার তকমা হয়ে গেল ‘আইপিএল বোলার’। তিনি একবার আক্ষেপ করে বলেছিলেন তার একটা ভাল পিআর টিম নেই বলে তিনি নজরে আসছেন না। কেননা লাগাতার তিনি ঘাম ঝড়িয়েছেন অনুশীলনে। তামিল নাড়ু প্রিমিয়ার লিগেও খেলেছেন। নিজেকে ফিরে পাওয়ার লড়াই করেছেন নিরবে-নিভৃতে।

তার পক্ষে কথার মিছিল নিয়ে হাজির হয়েছে পারফরমেন্স। আইপিএলের টানা দুই মৌসুমে পারফরম করলেন। এরপর তাকে এড়িয়ে যাওয়া দায়। তবুও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক দলে তিনি ছিলেন না। জাসপ্রিত বুমরাহের ইনজুরির কারণে কপাল খোলে তার।

কিন্তু তখনও ভারতের নির্বাচকদের তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছে- কেন একজন পেসারের পরিবর্তে একজন স্পিনারকে নেওয়া হয়েছে দলে? সেই প্রশ্নের জবাব হয়ে সামনে এলেন বরুণ চক্রবর্তী। চতুর্থ স্পিনার হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ডাক এলো তার। আর এসেই করেছেন বাজিমাত।

গুণে গুণে পাঁচখানা উইকেট বাগিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের ব্যাটিং দূর্গকে ধূলিসাৎ করেছেন তিনি একাহাতে। প্রবল সম্ভবনা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালেও খেলতে পারেন বরুণ। দুবাইয়ের উইকেটে স্পিনারদের আধিক্য থাকবে ভারতের একাদশে সেটা নিশ্চিত। আর তিনিই হতে পারেন অজিদের বিপক্ষে ভারতের তুরুপের তাস।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের একটা প্রতিশোধ নিতে চাইবে ভারত। আর প্রত্যাবর্তনের গল্প লিখতে পটু বরুণ। ঘূর্ণি আর গতির মিশেলে তিনি নাভিশ্বাস তুলে দিতে পারেন অজি ব্যাটারদের। বরুণের ফেরার গল্পের আরও এক আলোকিত অনুচ্ছেদ যুক্ত করার সুযোগ। নিশ্চয়ই লুফে নেবেন বরুণ।

Share via
Copy link