Social Media

Light
Dark

কোহলির চেয়ে যোজন যোজন এগিয়ে রুট?

স্নায়ু-ক্ষয়ী সেই সময়ে জো রুট অবশ্য চাপে পড়েননি, লাহিরু কুমারাকে চার হাঁকিয়ে আরাধ্য মাহেন্দ্রক্ষণের দেখা পেয়েছেন তিনি; এমন দিলে ইংলিশ কিংবদন্তি মাইকেল ভন চুপ করে থাকবেন তা তো হয় না, বিরাট কোহলির সঙ্গে নিজের উত্তরসূরির তুলনা করে একটা পোস্ট দিয়েই দিলেন তিনি।

আর মাত্র এক রান, তাহলেই লাফ দিয়ে ঢুকে যাওয়া যাবে তিন অঙ্কের ঘরে। স্নায়ু-ক্ষয়ী সেই সময়ে জো রুট অবশ্য চাপে পড়েননি, লাহিরু কুমারাকে চার হাঁকিয়ে আরাধ্য মাহেন্দ্রক্ষণের দেখা পেয়েছেন তিনি; এমন দিলে ইংলিশ কিংবদন্তি মাইকেল ভন চুপ করে থাকবেন তা তো হয় না, বিরাট কোহলির সঙ্গে নিজের উত্তরসূরির তুলনা করে একটা পোস্ট দিয়েই দিলেন তিনি।

ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসে দাঁড়িয়ে ক্রিকেটের রেকর্ড বইয়ে একটা ঝড় তুললেন রুট। শ্রীলঙ্কার বিপক্ষে অতিমানবীয় এক সেঞ্চুরি তুলে নিয়েছে, আর তাতেই কত কত মাইলফলক লুটিয়ে পড়েছে তাঁর পায়ের কাছে – বর্তমান প্রজন্মের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি এখন তাঁর দখলে, দেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ইংলিশ ব্যাটারও এখন তিনি।

সেটাই তুলে ধরার চেষ্টা করেছেন ভন; নিজের সামাজিক মাধ্যম একাউন্টে একটি চার্ট প্রকাশ করেন তিনি। যার একপাশে রয়েছেন ভারতীয় তারকা কোহলি, অন্যপাশে ইনফর্ম রুটি। এই পোস্ট প্রকাশ হতেই মুহূর্তের মাঝে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

সেখানে দেখা যায়, টেস্ট ফরম্যাটে মোট রানের ক্ষেত্রে ইংলিশ তারকা যোজন যোজন এগিয়ে আছেন তাঁর প্রতিপক্ষের চেয়ে। এমনকি ব্যাটিং গড় আর স্ট্রাইক রেট বিবেচনায়ও এগিয়ে আছেন তিনি। সেঞ্চুরি বা হাফ-সেঞ্চুরির তো কথাই নেই; কোহলির ২৯টি শতক এবং ৩০টি অর্ধ-শতকের বিপরীতে তাঁর শতক রয়েছে ৩৩টি এবং অর্ধ-শতক আছে ৬৪টি!

নিজের প্রিয় ক্রিকেটারের বিপক্ষে পোস্ট অবশ্য মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেটাররা। কমেন্টেই নিজেদের প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিয়েছেন তাঁরা। কেউ মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের কোন হান্ড্রেড না থাকার কথা, কেউ আবার মেলবোর্নে বিরাটের ‘স্ট্রেইট সিক্স’ এর ছবি বসিয়ে দিয়েছেন সেখানে।

ইন্টারনেট দুনিয়ায় সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চললেও ক্রিকেট মাঠে ইংলিশ ব্যাটার অপ্রতিরোধ্য বটে; কাজটা কঠিন হলেও যদি কেউ শচীন টেন্ডুলকারের ৫১ টেস্ট শতকের চেয়ে বেশি করতে পারে তাহলে সেটা হবেন তিনিই!

Share via
Copy link