ভারতকে সুবিধা দিতেই হারতে হয়েছে আফগানিস্তানকে

এই বিশ্বকাপে ভারতের সকল ম্যাচগুলো দিনে খেলা হয়েছিল অর্থাৎ ভারতের সময় অনুযায়ী রাত ৮ টায়। এর কারণে ভারতের দর্শকদের ম্যাচ দেখতে সুবিধা হয়েছে।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৫৬ রানেই অল আউট হয়ে যায় আফগানিস্তান। ফলে ৯ উইকেটের বিশাল ব্যাবধানে হারতে হয় তাঁদের। তবে এই হারের জন্য আইসিসিকে দোষ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তিনি মনে করেন বিশ্বকাপের সময়সূচির জন্য আফগানিস্তান সেমিফাইনালে এমন খারাপ পারফরম্যান্স করেছে।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে এসেছিল আফগানিস্তান। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভুলে যাওয়ার মতো একটি ম্যাচ খেলেছে তাঁরা। ফলে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে চলে যায় দক্ষিণ আফ্রিকা।

আফগানিস্তানের এমন পরাজয়ে বিশ্বকাপের সময়সূচির দিকে উল্লেখ করে ভন বলেন, ‘সোমবার রাতে সেন্ট ভিনসেন্টে জিতে আফগানিস্তান বিশ্বকাপ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। মঙ্গলবার ত্রিনিদাদ যাওয়ার ফ্লাইট ৪ ঘন্টা বিলম্ব হয়। তাই অনুশীলন করার বা নতুন জায়গায় অভ্যস্ত হওয়ার সময় পাননি তাঁরা । আমার মনে হয় এটি খেলোয়াড়দের প্রতি সম্মানের সম্পূর্ণ অভাব।’

ভন সেমিফাইনাল ম্যাচের সময়সূচীর সমালোচনা করেন। তিনি মনে করেন যে পরিকল্পনাটি ভারতীয় দর্শকদের সময়ের অনুকূলে এনে করা। যা অন্যান্য অংশগ্রহণকারী দলের প্রতি অবিচার বলে মনে করেন ভন। তিনি বলেন, ‘নিশ্চয়ই এই সেমিফাইনালটি গায়ানায় হওয়া উচিত ছিল। কিন্তু পুরো টুর্নামেন্টটি ভারতকে কেন্দ্র করে তৈরি হওয়ায় এটা অন্যদের ওপর অন্যায়।’

এই বিশ্বকাপে ভারতের সকল ম্যাচগুলো দিনে খেলা হয়েছিল অর্থাৎ ভারতের সময় অনুযায়ী রাত ৮ টায়। এর কারণে ভারতের দর্শকদের ম্যাচ দেখতে সুবিধা হয়েছে। অপরদিকে প্রায় সকল দলই দুই সময়েই ম্যাচ খেলেছিল। এই বিষয়টিও নজরে এনে ভন বলেন, ‘তাঁরা বিশ্বকাপে সন্ধ্যায় একটি ম্যাচও খেলেনি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...