ম্যাচটা শেষ হওয়া মাত্রই নিজের সবচেয়ে বড় ভক্তের কাছেই চলে গিয়েছিলেন বিরাট কোহলি। কে তিনি? বলে না দিলেও চলে যে সেই মানুষটা হলেন আনুশকা শর্মা। মাঠে যেমন ছায়া হয়ে আনুশকা থাকেন কোহলির পাশে, ম্যাচ শেষে সেই আনুশকা পাশে পেলেন কোহলিকে।
গ্লেন ফিলিপ্সের সেই দুর্ধর্ষ ক্যাচটার কথা মনে আছে? ভাগ্য তখন সহায় হয়নি বিরাট কোহলির, আর গ্যালারিতে থাকা আনুশকা শর্মা আক্ষেপের আগুনে পুড়েছিলেন নিশ্চয়ই। তবে ক্রিকেট বিধাতা পরের ম্যাচেই বদলে দিয়েছেন দৃশ্যপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় একা হাতে ম্যাচ জিতিয়েছেন কোহলি আর জয়ের পর আনুশকাকে উদ্দেশ্য করে তাঁর উদযাপন বাড়তি রোমাঞ্চ জাগিয়েছে।
দু’একটা ম্যাচে প্রত্যাশা মেটাতে না পারলেই গেলো গেলো রব উঠে, অবসরের আহ্বান শোনা যায়; অথচ বিরাট কোহলি এখনো নাম্বার ওয়ান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আরো একবার সেটাই প্রমাণ করলেন তিনি। ৯৮ বলে ৮৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে পৌঁছে দিলেন ফাইনালে; বুঝিয়ে দিলেন এখনো ভারতের মেইন ম্যান তিনি নিজেই।
তবে ম্যাচ শেষে এই তারকা আরো একবার দখলে নিলেন লাইমলাইট। দলের সবাই যখন একে অপরের সঙ্গে উল্লাসে ব্যস্ত তখন তিনি চলে গিয়েছেন গ্যালারির কাছাকাছি, নিজের প্রিয়তমার কাছে।
সেসময় তাঁর মুখে ছিল চওড়া হাসি, আর বাতাসে পাঞ্চ মেরে বুঝিয়ে দিয়েছিলেন কতটা খুশি হয়েছেন। অন্যদিকে আনুশকা হাততালি দিয়ে যেন স্বীকৃতি দিলেন প্রিয় মানুষটার অর্জনের, আর তাঁর মুখে চিরচেনা হাসি তো ছিলোই।
ক্রিকেট আর বলিউড – দুই জগতের দুই সুপারস্টারের জুটি এখন টক অব দ্য টাউন। কি সুন্দরভাবেই তাঁরা সমর্থন জুগিয়ে যাচ্ছেন একে অপরকে। বিশেষ করে কোহলির খেলার সময় গ্যালারিতে আনুশকা থাকা মানেই বাড়তি উচ্ছ্বাস, কোহলি নিজেও বোধহয় ভাল করার বাড়তি অনুপ্রেরণা পান। আরো একটা শিরোপার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তিনি তাই নিজের স্ত্রীকে পাশে চাইবেন নিশ্চয়ই।
দুবাইয়ে দিন কয়েক পরেই ফাইনাল, বড় মঞ্চে পাফরম করার পুরনো অভ্যাস আছে এই তারকার। এখন দেখার বিষয়, ম্যাচের দিন আসলে কি হয়।