লোকেশ রাহুলের উদযাপন নকল করলেন বিরাট কোহলি। ‘এটা আমার মাঠ’ – চিন্নাস্বামী স্টেডিয়ামে লোকেশ রাহুলের সেই উদযাপন মনে আছে নিশ্চয়ই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে তাদেরই হারিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অবশ্য সেটা রাহুলেরও ঘরের মাঠ। ব্যাঙ্গালুরুতেই তো রাহুলের ক্রিকেটের হাতেখড়ি।
ব্যাট দিয়ে বৃত্ত আঁকা সেদিনের সেই উদযাপন নজর কেড়েছিল সকলের। এমনকি বিরাট কোহলির মনেও ধরেছিল সেই উদযাপন। এদফা তিনি সেই উদযাপন করলেন অরুণ জেটলি স্টেডিয়ামে, লোকেশ রাহুলের সামনে।
দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দিল্লির ঘরের ছেলে বিরাট সেই জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দারুণ এক ফিফটিতে তিনি দলের জয়ের রাস্তা মসৃণ করেছিলেন। যদিও ম্যাচ শেষ করে আসতে পারেননি।

তাইতো ম্যাচ শেষে তিনি রাহুলের দিকে ছুটে যান। তারপর রাহুলের মত করেই ব্যাট দিয়ে বৃত্ত এঁকে বোঝালেন ‘এটা আমার মাঠ’। এরপরই দুইজনের মেতে ওঠেন হাসি-ঠাট্টায়। বিদ্বেষহীন এক নিখাঁদ দ্বৈরথ। দুই জনই নিজ নিজ দলের জয়ে অবদান রেখেছেন। নিজেদের আঁতুড় ঘরে দাঁড়িয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন।
এরপর এমন ভিন্নধর্মী আকর্ষনীয় উদযাপন করা তো তাদেরই মানায়। এই মুহূর্তে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে তাদের দু’জনের দলই রয়েছে ভাল অবস্থানে। তাইতো হাস্যজ্জ্বল ভঙ্গিমায় একটুখানি খুনশুটি করা তো যেতেই পারে।
ব্যাট হাতেও রাহুল-বিরাট ছন্দে রয়েছেন চলমান আইপিএলে। এমন স্বাস্থ্যকর দ্বৈরথ ও নিজেদের প্রমাণের এই ধারাই তাদেরকে বানিয়েছে মহারথী।












