শেষ বেলায় হয়ত বিরাট কোহলির জীবনেও এক আফসোসের করুণ সুর বেজে উঠবে। ভীষণ বর্ণাঢ্য এক জীবন শেষেও থেকে যাবে কোন এক আক্ষেপ। আরামকেদারায় ঝুলতে ঝুলতে স্মৃতিকাতরতায় সেই আফসোস স্থান পাবে। এ জীবনে আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জেতা হল না ভাবতে গিয়েই হয়ত খানিক মুচকি হেসে উঠবেন বিরাট।
কি করেননি তিনি, আনুগত্য, আবেগ, উচ্ছ্বাস, উন্মাদনা, পারফরমেন্স, আগ্রাসন, তীব্র আকাঙ্ক্ষা- সব কিছু নিঙড়ে দিয়েও কোহলির যেন পোড়া কপাল। সেই ২০০৮ সালে দিল্লি ডেয়ারডেভিলস খুব একটা আগ্রাওহ দেখায়নি বিরাটকে নিয়ে। তখনও তিনি ছোকড়া। সবে জিতেছেন যুব বিশ্বকাপ। এমন কত যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক হারিয়ে গেছে ভারতের বিস্তৃর্ণ ক্রিকেট দুনিয়ায়!
তবে রত্ন সেদিন ঠিকই চিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। সেই থেকে ১৭টি বছর কেটে গেছে। ১৮ তম আইপিএলেও ব্যাঙ্গালুরুর জার্সিতে মাঠে নামবেন বিরাট কোহলি। কিন্তু প্রায় দেড় দশকের বেশি সময় পরে এসেও শিরোপা আর উঁচিয়ে ধরা হয়ে ওঠেনি বিরাট কোহলি। সব শীতের শেষে বসন্ত আসে না, বিরাটের আইপিএল জীবনেও বসন্ত আসেনি এখন পর্যন্ত।
তিনবার ফাইনালে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। প্রতিবারই পরাজয়ের সীমারেখায় দলটি হয়েছে বন্দী। বিরাট অপেক্ষা করেছেন প্রতিবার। কিন্তু ব্যাট হাতে আগুন ঝড়ানো পারফমেন্স করেও তিনি নির্বাক দৃষ্টিতে চেয়ে থেকেছেন। ছলছল নয়নে দেখেছেন বাকিদের শিরোপা উল্লাস।
২৫২টা ম্যাচ খেলেছেন তিনি, এর মধ্যে কত ম্যাচ জিতেছেন। কিন্তু স্বপ্নের সেই ফাইনাল ম্যাচই জেতা হয়ে ওঠেনি তার। ৮০০৪ রানও নিশ্চয়ই তার কাছে বৃথা মনে হয় মাঝে মধ্যে। আটটি সেঞ্চুরি আর ৫৫ হাফসেঞ্চুরির বদলে একটা শিরোপাই হয়ত চাওয়া বিরাটের।
আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে অর্জনের ছকটা প্রায় পরিপূর্ণ। কিন্তু ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জমকালো আয়োজনের শিরোপা জয়ে ব্যর্থ বিরাট কোহলি। অধিনায়ক হিসেবেও চেষ্টা করেছেন তিনি একটা লম্বা সময়। কিন্তু সমীকরণের শেষটায় বিরাট সমান শিরোপা প্রমাণিত হয়নি।
ভাগ্য বিধাতা বিরাটকে দিচ্ছে আরও একটি সুযোগ। এবার তিনি অধিনায়ক নন। তবে নেতৃত্ব তাকে দিতেই হবে। ব্যাঙ্গালুরুর ব্যাটিং অর্ডারের নেতৃত্বে এবারও বিরাটকেই থাকতে হচ্ছে। আনুগত্যের শেষ বেলায় ক্ষুধার জ্বালা মেটেনি।
আগ্রাসনের প্রতিফলন হয়ত ততটাও জোরাল নয়, তবে জেতার মানসিকতায় সবকিছু লণ্ডভণ্ড করে দেওয়ার সক্ষমতা এখনও অমলিন। বিরাট কি পারবেন শেষ জীবনের আক্ষেপ নয় অর্জনের স্মৃতি নিয়ে বাড়ি ফিরতে?