পাঁচ বছর পর সিংহাসনে মহারাজ

কোহলি আবারও প্রমাণ করলেন, সময়ের বাঁধন যতই শক্ত হোক, পরিশ্রম এবং অধ্যবসায়ের কাছে কিছুই স্থায়ী নয়।

৩৭ বছর বয়সী এক ব্যাটার যেন সময়কে থামিয়ে দিয়েছেন। মাটির গন্ধ, বলের প্রতিধ্বনি, এবং দর্শকের উচ্ছ্বাস—সব মিলিয়ে যেন একই সিম্ফনি। আর সেই সিম্ফনির কেন্দ্রে ছিলেন ওই ৩৭ বছর বিরাট কোহলি, যার রূপকার হাতের বাঁশির মতো ব্যাট এখনও সুর তোলে, হারানো সুরগুলো ফিরিয়ে আনে।

ক্রিকেট আগ্রাসনের মহারাজ তিনি। মহাপ্রলয়ের তিনি নটরাজ, সেই নটরাজ আবারও উঠলেন ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ের শীর্ষে। প্রায় পাঁচ বছর পর, তার নামের পাশে লেখা হল রোল নম্বর এক। আর এই উত্থানের মুহূর্তে তিনি সরাসরি নিজের সহযোদ্ধা রোহিত শর্মাকে অতিক্রম করলেন। ১২ পয়েন্ট পেয়ে কোহলির এখন ৭৮৫ রেটিং। এ যেন প্রতিটি রান বোনা হয়েছে অভ্যাস, সংগ্রাম আর প্রতাপশালী ব্যাটের ছোয়ায়।

পাশেই দাঁড়িয়ে আছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিশেল, মাত্র এক পয়েন্ট দূরে। যেন প্রতিযোগিতার স্পন্দনেই জীবনের প্রতিটি মুহূর্তকে আরও উজ্জ্বল করে তুলছে।

২০১৭ সালে শুরু হওয়া চার বছরের স্বর্ণযুগ— যখন বিরাট কোহলি একটানা শীর্ষে রাজত্ব করেছিলেন। তারপর ২০২১ সালে পাকিস্তানের বাবর আজম তাঁকে এই স্থান থেকে উৎখাত করেছিল। চারটি বছর বাবরের হাতেই ছিল শ্রেষ্ঠত্ব, ২০২৫-এ রোহিত উঠেন সিংহাসনে। আর আজ, কোহলি ফের নিজের পদচিহ্ন রেখে যাচ্ছেন শীর্ষে।

মাঠের সেই হাওয়া, ব্যাটের আঘাত, এবং ভক্তদের হৃদয়ের স্পন্দন—সব মিলিয়ে যেন একটা নতুন কবিতা লেখা হচ্ছে। কোহলি আবারও প্রমাণ করলেন, সময়ের বাঁধন যতই শক্ত হোক, পরিশ্রম এবং অধ্যবসায়ের কাছে কিছুই স্থায়ী নয়।

Share via
Copy link