এক কোহলির হাতে তিন রেকর্ডের চাবি

বিরাট বিরাট সব রেকর্ড গড়বেন আর ভাঙবেন বলেই তো তাঁর নাম বিরাট কোহলি। শ্রীলঙ্কার মাটিতে একাধিক রেকর্ড এসে লুটিয়ে পড়তে পারে সাবেক এই অধিনায়কের পায়ের নিচে।

এই মুহূর্তে ওয়ানডের ইতিহাসে তৃতীয় সেরা রান সংগ্রহকারী। সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছেন কোহলি। আর বিশ্বকাপ ট্রফি নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় বলা কিং কোহলির সামনে অপেক্ষায় আছে নতুন তিনটি রেকর্ড।

  • ১৪ হাজার রান

বিরাটের ওয়ানডে রান এখন ১৩,৮৪৮। ১৪ হাজার রানের মাইলফলক থেকে তিনি মাত্র ১৫২ রান দূরে আছেন। চাইলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই লঙ্কার মাটিতে এই মাইলফলকে পৌঁছে যাওয়া সম্ভব বিরাটের পক্ষে। ওয়ানডেতে রানের হিসেবে রোহিতের সামনে আছেন কেবল দু’জন – শচীন টেন্ডুলকার (১৮,৪২৬ রান) ও কুমার সাঙ্গাকার (১৪,২৩৪ রান)। চাইলে এই সিরিজেই বিরাট সাঙ্গাকারাকে ছাড়িয়ে যেতে পারেন।

  • ওয়ানডে ফিফটির পাহাড়

৭২ টি ওয়ানডে হাফ-সেঞ্চুরি নিয়ে এখন সৌরভ গাঙ্গুলির সাথে সমতায় আছেন বিরাট। ৭৩ টি হাফ-সেঞ্চুরি নিয়ে তাঁদের সামনে আছেন মহেন্দ্র সিং ধোনি। কোহলির সামনে দু’জনকেই এই দফায় ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে। তারপরও ৯৬ টি হাফ-সেঞ্চুরি নিয়ে সবার ওপরেই থাকবেন শচীন টেন্ডুলকার।

  • শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ রান

শ্রীলঙ্কায় কোহলি ১,০২৮ রান করেছে ৪৮.৯৫ গড় নিয়ে। আছে পাঁচটি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি। শ্রীলঙ্কায় ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান ১,২৪০, করেছেন মহেন্দ্র সিং ধোনি। এর অর্থ হল এই দফায় কোহলিকে করতে হবে আর ২১৩ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link