ব্যাটিংয়ে রাজা, কিন্তু আচরণে প্রশ্নবিদ্ধ

শ্রেয়াসের সঙ্গে তাঁর এমন আচরণ কি নিছক খেলার উত্তাপ, নাকি পুরনো কোনো চাপা দ্বন্দ্বের প্রকাশ? কোহলির ব্যাটে যতই রেকর্ড উঠুক, বিতর্ক যেন পিছু ছাড়ে না। আবারও সেই পুরনো দৃশ্য — কোহলি ব্যাটিংয়ে রাজা, কিন্তু আচরণে প্রশ্নবিদ্ধ।

আলো ঝলমলে এক সন্ধ্যায় আলোচনার ঝড় তুলল বিরাট কোহলির বিতর্কিত উদযাপন। তাতে যোগ হল খোদ শ্রেয়াস আইয়ারের নাম। আইয়ার কি সিনিয়র ক্রিকেটারের উদযাপন নিয়ে মাঠেই আপত্তি তুললেন? দু’জনকে ম্যাচ শেষে অনেকক্ষণ ধরে তর্কাতর্কি করতেও দেখা গেল।

৫৯ তম আইপিএল ফিফটি পেলেন বিরাট কোহলি। আরেকবার অনবদ্য রান তাড়া করে জেতালেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে। কিন্তু, ব্যাট হাতে বাজিমাতের পরেও বিতর্কটা গেল অন্যদিকে।

পাঞ্জাব কিংসের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আরসিবি জিতল সাত বল বাকি থাকতে। শেষ ছক্কাটা এল জিতেশ শর্মার ব্যাট থেকে। কিন্তু, ম্যাচ শেষে স্পটলাইট ছিল আরেক জায়গায়—কোহলির শরীরী ভাষা আর চোখেমুখে আবেগের বিস্ফোরণে।

জয়ের পর যেন বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন কোহলি। ডাগআউটের দিকে ফিরে দুই পা ফাঁক করে দাঁড়ালেন – হাত নেড়ে, মুখে কিছু একটা বলে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন। কিন্তু, এখানেই শেষ নয়। সেই মুহূর্তে শ্রেয়াস আইয়ার তাঁর দিকে এগিয়ে এলেন।

প্রথমে মনে হচ্ছিল হালকা মুহূর্ত, দুজনেই হাসছিলেন। কিন্তু, ক্যামেরায় ধরা পড়ে আরেক ছবি — চোখে চোখ, ঠোঁটে কথার ঝলকানি। কিছুটা তীক্ষ্ণ ও অস্বস্তিকর আলাপ। কোহলি কি তবে অশোভন কোনো ইঙ্গিত করেছিলেন?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে এখন চলছে তুমুল আলোচনা। অনেকেই বলছেন, কোহলির প্রতিক্রিয়া যেন মাত্রাতিরিক্ত, অপ্রয়োজনীয়। কেউ আবার বলছেন, এটি তাঁর জয়ের ক্ষুধা, প্রতিপক্ষকে দেখিয়ে দেওয়ার ব্যাপার।

কিন্তু প্রশ্ন থেকেই যায় – শ্রেয়াসের সঙ্গে তাঁর এমন আচরণ কি নিছক খেলার উত্তাপ, নাকি পুরনো কোনো চাপা দ্বন্দ্বের প্রকাশ? কোহলির ব্যাটে যতই রেকর্ড উঠুক, বিতর্ক যেন পিছু ছাড়ে না। আবারও সেই পুরনো দৃশ্য — কোহলি ব্যাটিংয়ে রাজা, কিন্তু আচরণে প্রশ্নবিদ্ধ।

Share via
Copy link