যত দিন গড়াচ্ছে ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। ভারতের করোনা ভাইরাসের প্রকোপে শেষ পর্যন্ত প্রবল সম্ভাবনা রয়েছে বিকল্প ভেন্যু হিসেবে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আসর৷ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও তেমনটাই ভেবে রেখেছে।
এদিকে প্রায় সব দলই টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে শুরু করেছে নিজেদের দল গোছানো। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের অন্যতম হট ফেবারিট দল ভারত। এক ঝাঁক তারকা খেলোয়াড়ে পূর্ণ এই দলের নেতৃত্ব দিবেন বিরাট কোহলি।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোন পজিশনে খেলবে সে ব্যাপারেও ভক্ত সমর্থকদের মধ্যে রয়েছে একটা চাপা উত্তেজনা। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ওপেনিংয়ে নেমে ১৪৭ স্ট্রাইক রেটে ২৩১ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। এরপর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ওপেনিংয়ে নেমে করেন ৭ ম্যাচে ১৯৮ রান। আইপিএলে দীর্ঘদিন ধরেই তিনি ওপেনিংয়ে ব্যাট করছেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ওপেনিংয়ে খেলবেন কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নয়।
ওপেনিংয়ে রোহিত শর্মা থাকছেন নিশ্চিতভাবে। রোহিতের সাথে ওপেনিংয়ে বিবেচনায় থাকবেন শিখর ধাওয়ান, পৃথ্বি শ রাও! সেখানে বিরাট নিজে ওপেনিংয়ে খেলবেন কিনা সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়। তবে সাবেক পাকিস্তানি অধিনায়ক সালমান বাট মনে করেন এটা সম্ভব। সালমান বাটের এক ইউটিউব চ্যানেলে লাইভ সেশনে এক ভক্ত প্রশ্ন করেন যে, বিশ্বকাপে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওপেনিংয়ে খেলার সম্ভাবনা আছে কিনা?
এমন প্রশ্নের জবাবে বাট বলেন, ‘এটা (রোহিত-কোহলির ওপেনিং জুটি) সম্ভব। রোহিত এবং কোহলি ভারতের সেরা খেলোয়াড়। রোহিত ওপেন করবে আর বিরাট আইপিএলে তার ফ্র্যাঞ্চাইজি ব্যাঙ্গালুরুর হয়ে ওপেন করে। কিন্তু আমি মনে করি আমরা এখনো আন্তর্জাতিক ক্রিকেট ওপেনিংয়ে তার সেরাটা দেখিনি। এছাড়া তাদের ডান হাতি এবং বাঁ হাতি কম্বিনেশনও সেট করা আছে। শিখর ধাওয়ান আছে সেখানে এছাড়া এই পজিশনে লোকেশ রাহুলও আছে।’
স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা পাওয়া বাট এই ব্যাপারে অবশ্য শুধু বিরাট কোহলি বা রোহিত শর্মা নয়, আরো অনেকের দিকেই নজর রাখতে বললেন. ‘তাদের (ভারতের) অনেক অপশন আছে। পৃথ্বী শ এবং বাকি যারা আইপিএলে পারফর্ম করেছে, অর্থাৎ তাদের কাছে বেশ কিছু অপশন আছে। তাই এটা সম্পূর্ণ কোহলির উপর নির্ভর করে সে কি চায়। রোহিত এবং কোহলি টপ খেলোয়াড় এবং তারা ওপেন করলে সম্পূর্ণ ওভার খেলার সুযোগ থাকবে, তারা যত বেশি ব্যাটিং করবে যেকোনো রান তাদের কাছে ছোট মনে হবে।’
সবশেষে বাট অবশ্য দল সাজানোর দায় ছেড়ে দিয়েছেন বিরাট কোহলির ওপর। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ বিরাটের উপরই নির্ভর করে যে সে কিভাবে তার দলকে ব্যালেন্স করবে সবকিছুই তার চিন্তা ভাবনার উপর নির্ভর করবে।’
সালমান বাট পাকিস্তানের হয়ে ৩৩ টেস্ট ও ৭৮ টি ওয়ানডেতে খেলেছেন। ৩৩ টেস্টে ১৮৮৯ রান আর ওয়ানডেতে করেছেন ২৭২৫ রান। ২০১০ সালে ইংল্যান্ডে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ে অভিযুক্ততার দায়ে পাঁচ বছর নির্বাসনে কাটান সাবেক এই অধিনায়ক।