বিরাট কোহলিকে দুই চোখে দেখতে পারেন না যুবরাজ সিং। অথচ, জাতীয় দলে একটা সময় দু’জন কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন। এক সাথে বিশ্বকাপও জিতেছেন। এমনকি, কোহলির নেতৃত্বেও খেলেছেন যুবরাজ সিং। তবে, এখন আর তাঁদের মধ্যে ঘণিষ্টতা নেই।
এটা আসলে অনেক পুরনো সমস্যা। যুবরাজ সিং আগেই বলেছিলেন, বিরাট কোহলিকে যখন তিনি আপন ভাবতেন, তখন বিরাট শুধুই ‘চিকু’ ছিলেন। আজকালকার মত তিনি বিরাট বনে যাননি। সম্প্রতি যুবরাজ সিংয়ের সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে, কোহলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।
যুবরাজের টুইটার পোস্টটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের পর করা হয়, যেখানে তিনি দলের প্রায় সব সদস্যের প্রশংসা করেন— রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, শুভমান গিল, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, এবং বোলিং বিভাগে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও মোহাম্মদ শামির নাম উল্লেখ করেন। কিন্তু, সেখানে এক বিশেষ নামের উল্লেখ ছিল না— বিরাট কোহলি।
অথচ, কোহলি দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মধ্যে একজন। তিনি একাধিক আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে অসাধারণ ভূমিকা পালন করেছেন। কোহলির নাম উল্লেখ না করায় সোশ্যাল মিডিয়ায় একে ঘিরে নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে, যুবরাজের পোস্টের ধরণের ওপর আলোচনার ঝড় উঠেছে।
আসলে এই দুই ক্রিকেটারের মধ্যে কেন দূরত্ব তৈরি হয়েছে? তাঁদের মধ্যে কি কিছু অব্যক্ত মতবিরোধ রয়েছে? কিছু দিন আগে, যুবরাজ সিংয়ের একটি সাক্ষাৎকারে কোহলির নেতৃত্বে ভারতের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। তবে, আসল কারণটা ভিন্ন। কারণটা হল, কোহলি যখন অধিনায়ক তখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন যুবরাজ সিং।
দল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে ধোনি যেমন আগাম ধারণা দিতেন, কোহলি সেটা দিতেন না। যুবরাজ কোহলিকে এই ব্যাপারে প্রশ্ন করলে, কোহলি সাফ জানিয়ে দেন, ‘আপনার এখন অবসরের সময় চলে এসেছে।’ এমনকি ক্যান্সার থেকে ফেরা যুবরাজের জন্য ফিটনেস টেস্টেও কোনো রকম ছাড় দেননি কোহলি। ভারতকে অলরাউন্ড পারফরমার হিসেবে বিশ্বকাপ জিতিয়েছেন, এটুকু সম্মান যুবরাজ পেতেই পারতেন।
কিন্তু, কোহলি সেই কথা রাখেননি। তাঁর দলে ফিটনেস ফ্রিক না হলে জায়গা পাওয়া মুশকিল ছিল। সেখানেই ছিটকে যান যুবরাজ সিং। পর্দার আড়ালে সম্পর্কের অদৃশ্য দ্বন্দ্ব শুরু সেখান থেকেই। সামনেও এই পরিস্থিতি থাকলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য এক কঠিন সময়ের শুরু হতে পারে।