দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকার সাথে ৫ বছরের চুক্তি সম্পন্ন করেছেন চ্যাম্পিয়নস লিগের ১৫তম শিরোপা জয়ী এই দল। আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ শিবিরে যোগ দেওয়ার আগে পিএসজিতে কাটানো গত কয়েক মাস সম্পর্কে কথা বলেন এমবাপ্পে।
ব্লিচার রিপোর্টের একটি প্রতিবেদন অনুসারে ফরাসি এই তারকা প্রকাশ করেছেন যে লা লিগা ক্লাবে যাওয়ার আগে পিএসজির কিছু লোক তাকে অসন্তুষ্ট করেছিল। সংবাদমাধ্যমকেও সেই ব্যাপারে খোলাসা করেছেন তিনি।
এমবাপ্পে বলেন, ‘আমি পিএসজিতে অসন্তুষ্ট ছিলাম না। যদি আমি বলি আমি অসন্তুষ্ট ছিলাম তবে তা যারা আমাকে রক্ষা করেছে তাদের মুখে চড় মরা হবে। আমি সব সময়ই খুশি ছিলাম। কিন্তু কিছু বিষয় আমাকে অসন্তুষ্ট করেছিল।তবে আমি তা বুঝতে দেইনি। কারণ আমি একজন নেতা, আমি সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করেছি।’
সমর্থনের অভাব কখনওই হয়নি এমবাপ্পের। তবে, আক্ষেপও আছে। তিনি বলেন, ‘কোচ, খেলোয়াড় এবং ক্লাবের কর্মচারীরা আমাকে সমর্থন করেছে। তাই আমি যে অসন্তুষ্ট ছিলাম এটা বলা খারাপ দেখায়। কিন্তু কিছু জিনিস ও মানুষ আমাকে অসন্তুষ্ট করেছে।’
এমবাপ্পের মতে, পিএসজি কর্মকর্তারা তাকে বলেছিলেন যে, সে যদি দীর্ঘ মেয়াদে চুক্তি নবায়ন না করে তবে তিনি ক্লাবের হয়ে খেলতে পারবেন না। কিন্তু ক্লাব ম্যানেজার লুইস এনরিক এবং ফুটবল উপদেষ্টা লুইস ক্যাম্পোস তাকে রক্ষা করে এবং নিশ্চিত করে যে তিনি মাঠে থাকবেন।
চুক্তি নবায়ন প্রত্যাখ্যান করার পর জুলাইয়ে জাপানে একটি প্রাক-মৌসুম সফর থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল। তারপর প্রাথমিকভাবে দল থেকে বাদ পড়েছিলেন এমবাপ্পে। ফেব্রুয়ারিতে তিনি ক্লাব সভাপতি নাসের আল খেলাইফিকে জানিয়েছিলেন যে, তিনি মৌসুম শেষে চলে যাচ্ছেন।
আল খেলাইফির সাথে তার সম্পর্ক পরবর্তীতে ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বলে জানা গেছে। তবে, পিএসজির সূত্র থেকে বলা হয়েছে যে ক্লাবের সভাপতি নাসের আল খেলাইফি ‘কখনো দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।’