আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখন পর্যন্ত ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাননি মহেন্দ্র সিং ধোনি। খেলছেন আইপিএল। যে টুর্নামেন্টের সর্বশেষ আসরে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। শিরোপা জেতার পর সেই সময়ই আরো কিছুদিন ক্রিকেট খেলার আগ্রহ জানিয়েছিলেন ধোনি। সেই ধারাবাহিকতায় আগামী ২০২৪ আইপিএলেও চেন্নাইয়ের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে।
বয়স ৪২ পেরিয়েছে। ধরেই নেওয়া হচ্ছে, এবারের আইপিএল দিয়েই হয়তো ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন ধোনি। ক্রিকেট ছাড়ার পর কী করবেন মাহি? ক্রিকেটেই থাকবেন নাকি অন্য কিছুতে যুক্ত হবেন? এমন প্রশ্ন ঘুরেফিরেই আসছে। অবশ্য সেই প্রশ্নের উত্তরও এবার মিলেছে ধোনির কাছ থেকে।ক্রিকেট ছাড়লে সেনাবাহিনীতে সময় কাটাবেন বলে জানিয়েছেন তিনি।
এ নিয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি কখনও এটা নিয়ে ভাবিনি। আমি এখনও ক্রিকেট খেলছি। আইপিএল খেলছি। ক্রিকেট ছাড়ার পর কী করব তা দেখাটা খুবই আকর্ষণীয় হবে। নিশ্চিতভাবে মনে করি, আমি সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। কারণ গত কয়েক বছর আমি সেটি করতে পারিনি।’
সেনাবাহিনীর হয়ে কাজ করাটা ধোনির জন্য অবশ্য নতুন কিছু নয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষে অনারারি লেফটেন্যান্ট হিসেবে কাশ্মীরে ১৫ দিনের ক্যাম্প করেছিলেন তিনি। ঐ বছরেরই ৮ মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেনাবাহিনীর ক্যাপ পরে ভারতীয়দের খেলতে নামার পরিকল্পনাটিও ছিল ধোনির।