যেখানে কিছু মানুষের বাৎসরিক আয়ও ৫ লাখ টাকা হয় না সেখানে বুমরাহ তাঁর প্রতি বলের জন্য এর চেয়েও বেশি আয় করছেন। জাসপ্রিত বুমরাহ প্রতিটা বল করার জন্য ৫.৩৬ লক্ষ রুপি পেতে চলেছেন। জাসপ্রিত বুমরাহ নামটি ভারতীয় ক্রিকেটের জন্য এক অন্যতম শক্তির নাম। ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমে বেশ চরা দামে মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে দলে রিটেইন করেছেন।
জাসপ্রিত বুমরাহ আইপিএল ইতিহাসের পেসারদের মধ্যে চতুর্থ সর্বাধিক উইকেট শিকারি। ২০১৩ সাল থেকে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন। ২০১৩-১৪ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্সের পর জন রাইট তাঁকে মুম্বাই ইন্ডিয়ান্সের দলে টেনে নেওয়ার জন্য উৎসুক হয়ে পরেন। তারপর থেকে এই পেসার সর্বদা মুম্বাইয়ের হয়ে খেলে তাদের সাহায্য করে আসছেন।
বুমরাহ ইতিহাসের প্রথম বোলার যিনি আন্তর্জাতিক তিন ফরম্যাটেই তালিকার এক নম্বরে রয়েছেন। তিনি সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১৭ বছর পর শিরোপা জিততে সাহায্য করেছেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন।
৩০ বছর বয়সী এই গতিদানব মুম্বাইয়ের প্রথম পছন্দ ছিলেন রিটেইন করার ক্ষেত্রে। তাঁকে ১৮কোটি রুপির বিনিময়ে মুম্বাই দলে রেখে দিয়েছেন। তিনি মুম্বাইয়ের বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং ভারতীয় অধিনায়ক সুরিয়া কুমার যাদভের থেকেও বেশি বেতন পাচ্ছেন। এমনকি তিনি ভারতের টেস্ট কাপ্তান রোহিত শর্মার থেকেও বেশি বেতন পাচ্ছেন।
বুমরাহ মোট ১৩৩ আইপিএল ম্যাচে ১৬৫টি উইকেট শিকার করেছেন যার গড় ২২.৫২ এবং স্ট্রাইক রেট ১৮.৫০। তাঁর ইকোনমি রেট ৭.৩০ যা একজন বোলারের জন্য দুর্দান্ত যিনি পাওয়ার প্লে এবং ইনিংসের শেষে দুই জায়গাতেই বল করেন।
২০২৫ আইপিএল মৌসুমেও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বুমরাহ তাঁর মুন্সিয়ানা দেখাবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তরুণদের জন্য অনুপ্রেরণা এবং প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হিসেবে তিনি ক্রিকেট মাঠে নিজেকে আরও একবার প্রমাণ করবেন বলেই ধারণা।
বুমরাহর এই সাফল্যের যাত্রা দেখিয়ে দেয়, কঠোর পরিশ্রম এবং প্রতিভার মিশ্রণে কীভাবে একজন খেলোয়াড় বিশ্বমঞ্চে নিজের আলাদা জায়গা তৈরি করতে পারে। এখন দেখার বিষয়, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে আরেকটি শিরোপা এনে দিতে পারবেন কি না।