দারুণ রোমাঞ্চকর ম্যানচেস্টার টেস্ট, বাঁচিয়ে রেখেছে অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের প্রাণ। লন্ডনের ওভালে শেষ ম্যাচ নির্ধারণ করবে সিরিজের ফলাফল। তবে এখনও নির্ধারিত হয়নি ভারতের বোলিং আক্রমণ। জাসপ্রিত বুমরাহ থাকবেন কি-না তা নিয়ে রয়েছে সংশয়। সাথে কুলদ্বীপ যাদবের অন্তর্ভুক্তি নিয়েও শুরু হয়েছে আলোচনা।
শুভমান গিলের সেঞ্চুরির পর রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের অনবদ্য জুটি, তাতেই ম্যানচেস্টার টেস্টে পরাজয় এড়িয়েছে ভারত। ম্যানচেস্টারে ইংল্যান্ড জিতে গেলেই পঞ্চম টেস্টের মাহাত্ম্য নেমে যেত শূন্যের কাছাকাছি। এখন যেহেতু সুযোগ আছে, ভারত নিঃসন্দেহে চাইবে সিরিজে সমতায় ফিরতে।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও টেস্ট সিরিজ পরাজয়। ভীষণ সমালোচনার মুখে রয়েছেন গৌতম গম্ভীর। এমন পরিস্থিতিতে দলের সেরা অস্ত্র জাসপ্রিত বুমরাহকে বাইরে তিনি নিশ্চয়ই রাখতে চাইবেন না।
কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনায় তাকে খেলানো দুষ্কর হয়ে দাঁড়াতে পারে গৌতমের জন্যে। যদিও ম্যানচেস্টার টেস্টে এক ইনিংস বিশ্রামের সুযোগ পেয়েছেন। তবুও তাকে উপদেশ দেওয়া হয়েছিল স্রেফ তিন টেস্ট খেলার। এখন দোটানায় রয়েছেন গৌতম। যদিও তিনি জানিয়েছেন তার সকল পেসাররাই ফিট আছেন।
সেক্ষেত্রে আকাশ দীপও নিশ্চয়ই ফিরবেন ভারতের একাদশে। সমালোচনার তীব্র স্রোত রুখতে বুমরাহকে নিয়েই হয়ত পেস আক্রমণ সাজাবেন গৌতম গম্ভীর। তবে একটা অন্তর্ভুক্তির বেশ জোরাল গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। এমনকি অভিজ্ঞ ক্রিকেটাররাও কুলদ্বীপ যাদবকে একাদশে সংযুক্ত করার পক্ষে মত দিয়েছেন।
চলমান সিরিজে একটি ম্যাচও খেললেনি কুলদ্বীপ। কিন্তু ওভালের উইকেটে গেল এক দশকে স্পিনারদের সফলতার হার বেশ প্রশংসনীয়। শেষ দশ টেস্টে ৮০ খানা উইকেট গিয়েছে স্পিনারদের পকেটে। অতএব একজন বাড়তি স্পিনারকে খেলানো উচিত। সেক্ষেত্রে শার্দুল ঠাকুরের পরিবর্তে কুলদ্বীপকে দেখা যেতে পারে একাদশে।
শেষ ম্যাচটা যে করেই হোক জিততে চাইবে ভারত। নিজেদের ঝুলিতে থাকা সকল বৈচিত্র্যময় অস্ত্র নিয়েই মাঠে নামবে। শুভমান গিল ও তার দল ম্যানচেস্টার টেস্টের ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা নিয়ে সিরিজেও ‘কামব্যাক’ করবে নিশ্চয়ই।