টস অধিনায়ক থেকে বিশ্ব চ্যাম্পিয়ন

প্রক্সি দিতে আসা ‘টস অধিনায়ক’ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন। ভাগ্য ফেরাতে যার হাতে উঠেছিল টস কয়েন, সেই টেম্বা বাভুমা ভাগ্য বদলেছেন দক্ষিণ আফ্রিকার।

প্রক্সি দিতে আসা ‘টস অধিনায়ক’ থেকে বিশ্ব চ্যাম্পিয়ন। ভাগ্য ফেরাতে যার হাতে উঠেছিল টস কয়েন, সেই টেম্বা বাভুমা ভাগ্য বদলেছেন দক্ষিণ আফ্রিকার।

রাঁচির মাটিতে ২০১৯ সালের সেই সকাল। ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্ট। সিরিজ তখন ভারতের দখলে, বিরাট কোহলির দল প্রথম দুই টেস্ট জিতে নেয় সহজেই।

কিন্তু ম্যাচের আগে টস করতে এসে দেখা যায়, দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসিসের বদলে টস করছেন একজন— টেম্বা বাভুমা। মাঠজুড়ে তখন হতবাক সবাই।

কারণটা ছিল অদ্ভুত। ডু প্লেসিস এশিয়ায় আগের নয়টি টস হেরেছিলেন। ভাগ্য বদলাতে বেছে নেন ভিন্ন কৌশল। ভাবলেন, অন্য কাউকে দিয়ে টস করালেই বুঝি ভাগ্য ফিরবে। আর তাই টস করতে পাঠান টেম্বা বাভুমাকে— যিনি তখন দলে ছিলেন একজন তরুণ ব্যাটার, অধিনায়কত্বের সাথে যার কোনো যোগাযোগই ছিল না।

কিন্তু ভাগ্য বদলায়নি। টস জিতে নেন কোহলি, আর বাভুমা নাম হয়ে যায় ‘টস ক্যাপ্টেন’। তখন হয়তো কেউ ভাবেনি, ছয় বছর পর এই ‘প্রক্সি ক্যাপ্টেন’ই হয়ে উঠবেন দক্ষিণ আফ্রিকার গর্ব, টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির নেতা।

২০২৩ সালে ডিন এলগারের কাছ থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের অধিনায়কত্ব পান টেম্বা বাভুমা। ধীরে ধীরে গড়ে তোলেন আত্মবিশ্বাসী এক দল। ২৭ বছরের ট্রফি খরা কাটিয়ে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।

আজ তার হাতে ট্রফি, কাঁধে নেতৃত্ব, আর পাশে দাঁড়িয়ে সমগ্র একটি জাতি। একজন টস ক্যাপ্টেন থেকে উঠে আসা এই নেতা এখন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণাদায়ক চরিত্র।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link