এমবাপ্পে কবে ভাল হয়ে যাবেন!

শেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে দুইটি পেনাল্টি মিস। এনফিল্ডে লিভারপুল এবং সান মামেজে বিলবাওয়ের বিপক্ষে দুটি গরুত্বপূর্ণ ম্যাচে বাজে পারফর্ম করা মাদরিস্তাদের মাঝে শঙ্কা জাগিয়েছে।

রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পের সময় মোটেও সুবিধার যাচ্ছে না। রিয়াল মাদ্রিদ তার থেকে আশানুরূপ ফল পাচ্ছে না। এই সমস্যা নিয়ে মাদ্রিদ বোর্ড এবং ভক্তরা বেশ চিন্তিত। লস ব্ল্যানকোসদের হয়ে ১০ গোল করার পরও তাকে নিয়ে সন্তুষ্ট না কেউই।

শেষ তিন ম্যাচের মধ্যে দুই ম্যাচে দুইটি পেনাল্টি মিস। এনফিল্ডে লিভারপুল এবং সান মামেজে বিলবাওয়ের বিপক্ষে দুটি গরুত্বপূর্ণ ম্যাচে বাজে পারফর্ম করা মাদরিস্তাদের মাঝে শঙ্কা জাগিয়েছে।

গেতাফের বিপক্ষে তিনি পেনাল্টি জেতার পরও তিনি নিজে না নিয়ে জুড বেলিঙ্গহাম কে বলেন পানাল্টিটি নিতে। যদিও এই বিষয়টিকে কার্লো আনচেলত্তি বেশ প্রশংসা করেছেন। তার এই নিঃস্বার্থ ভাবে দলের জন্য ভাবার বিষয়টিকে কার্লো সম্মান করেন। তবে তার পেনাল্টি না নেওয়ার ঘটনাটি প্রকাশ করে তার আত্মবিশ্বাসের ঘাটতি।

ক্রিস্টিয়ানো রোনালদো যিনি পূর্বে মাদ্রিদের হয়ে খেলেছেন। তিনি জানেন যে মাদ্রিদের হয়ে খেলা কতটা চাপের। তিনি আগেই জানিয়েছেন যে এমবাপ্পের জন্য মাদ্রিদের যাত্রা বেশ কঠিন হবে। মাদ্রিদের হয়ে খেলতে হলে তার হতে হবে দৃঢ় মনোবলের অধিকারী।

ক্রিস্টিয়ানো জানেন লস ব্ল্যাংকসদের উচ্চ প্রত্যাশার চাপ সামলে নেওয়া কতটা কঠিন। তার মতে এমবাপ্পেকে মাদ্রিদের হয়ে খেলতে হলে নতুন নতুন বাধা অতিক্রম করা শিখতে হবে। প্যারিস সেইন্ট জার্মেইনে যেই কাজটি এমবাপ্পের করতে হয়নি তা মাদ্রিদে তাকে করতেই হবে।

কিলিয়ান এমবাপ্পের বর্তমান ফর্ম এবং চাপের মোকাবিলা করার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও, রিয়াল মাদ্রিদ দলে তাকে ঘিরে প্রত্যাশা এখনও উঁচু। ক্লাবের কোচ কার্লো আনচেলত্তি তার উপর প্রচুর আস্থা রাখছেন। তাই তার বাজে ফর্ম চলার পরও তাকে প্রতিনিয়ত সুযোগ দিয়ে যাচ্ছেন আনচেলত্তি।

এমবাপ্পের সাম্প্রতিক চ্যালেঞ্জগুলো তার জন্য একটি শিক্ষা হতে পারে। যা তাকে আরও পরিপক্ব করে তুলবে। তার সেরা সময় এখনও আসতে বাকি। রিয়াল মাদ্রিদের সমর্থকরা আশাবাদী। এই ফরাসি তারকা শীঘ্রই তার প্রতিভার পূর্ণ প্রতিফলন ঘটিয়ে ক্লাবের হয়ে নতুন ইতিহাস রচনা করবেন।

Share via
Copy link