টেস্ট অবসরের পথে ভারতীয় মহারথীদের মিছিল

সাদা পোশাকের জার্সিটা রোহিত শর্মা তুলে রাখার ঘোষণা দিয়েছেন। টেস্টে ভারতের দায়িত্বভার সামলেছেন লম্বা সময় ধরে, অবশেষে থেমেছেন। অভিজ্ঞ এই সেনানির বিদায়ের পর তাই তো প্রশ্ন উঠেছে — এরপর কার পালা?

এরপর কার পালা? সাদা পোশাকের জার্সিটা রোহিত শর্মা তুলে রাখলেন। টেস্টে ভারতের দায়িত্বভার সামলেছেন লম্বা সময় ধরে, অবশেষে সমাপ্তি টেনে দিলেন সেই অধ্যায়ের। অভিজ্ঞ এই সেনানির বিদায়ের পর তাই তো প্রশ্ন উঠেছে— রোহিতের পথের সারথি হবেন কারা?

রোহিতের বিদায় কেবল একটি শেষের বার্তা নয়, ভারতের ক্রিকেটে এটি একটি পরিবর্তনের সূচনা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রোহিত শর্মা ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটকে বিদায় বলেছিলেন। সম্প্রতি টেস্টেও ক্যারিয়ারের ইতি টেনেছেন। আর এসব কিছু আভাস দিচ্ছে- ভারত ক্রিকেটে আসতে চলেছে নতুন অধ্যায়।

টেস্ট ক্রিকেটে রোহিতের পর অবসরে আর কে কে যেতে পারেন? তালিকায় রয়েছে তিনটি নাম। মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলিরও বয়সটা জানান দিচ্ছে, সময় হয়েছে এবার সফেদ জার্সিটা তুলে রাখার।

মোহাম্মদ শামির ক্ষেত্রে, চোট যেন তাঁর প্রিয় সঙ্গী হয়ে উঠেছে। ২০২৩ সালের পর আর কোনো টেস্ট খেলেননি তিনি। ২০২৫ আইপিএলে ফিরেও ছন্দে নেই। শরীর আর আগের মতো সাড়া দিচ্ছে না। দীর্ঘ স্পেলে আগুনে বোলিং করার ক্ষমতা কমে গেছে অনেকটাই। তাই তো অবসর তালিকায় সবার আগেই আছে তাঁর নাম।

সাদা বলের ফরম্যাটে সময়ের সেরা রবীন্দ্র জাদেজা। টেস্টে তিন হাজারের বেশি রান ও ৩০০ উইকেটের মাইলফলকও ছুঁয়েছেন। তবে বয়সটা এখন ৩৬। বল হাতে জাদু ছড়ালেও ব্যাট হাতে কমেছে ধার। সেই সঙ্গে পাইপলাইনে অক্ষর প্যাটেলের মতো প্রতিভাবান অলরাউন্ডার রয়েছেন, যিনি হতে পারেন টেস্টে জাদেজার পরবর্তী উত্তরসূরি।

আর শেষ নামটি—বিরাট কোহলি। ব্যাট হাতে ভারতের জার্সি গায়ে শাসন করেছেন, এখনো করছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তাঁর অবদান অনস্বীকার্য। কিন্তু ২০২০ সালের পর থেকে তাঁর ব্যাটে সেই কোহলি সুলভ ধারাবাহিকতা এখন আর দেখা যাচ্ছে না।

শেষ ৬৯ ইনিংসে বিরাটের গড় নেমেছে ৩০-এর নিচে, নামের পাশে রয়েছে মাত্র তিন সেঞ্চুরি এবং নয় ফিফটি। যা কোহলির মতো ব্যাটারের পাশে মানানসই নয়। তাই তো আসন্ন ইংল্যান্ড সফর হতে পারে এই তারকাদের জন্য গুরুত্বপূর্ণ এক সিরিজ। ভালো পারফর্ম করে বিদায়টা হতে পারে নায়কের বেশে। কিংবা সময় ফুরিয়ে যাওয়ার তাড়াই তাঁরা হাঁটতে পারেন রোহিতের পথেই।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link