আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট বোলারদের কাজকে দিনকে দিন কঠিন করে দিচ্ছে। তবে বিশ্ব ক্রিকেটে দুই মহারথী মিশেল স্ট্রার্ক এবং জাসপ্রিত বুমরাহ বোলারদের প্রতিকূলতাকেও বশে এনেছেন করে। টি-টোয়েন্টি ক্রিকেটে যারা ব্যাটারদের জন্য আতঙ্কের নাম। যদি প্রশ্ন করা হয় এই দুই তারকার মধ্যে কে সেরা? উত্তরটা সহজে দেওয়া কষ্টসাধ্যই বটে। চলুন দেখি পরিসংখ্যান কি বলে।
মিশেল স্টার্ক খেলেছেন ১৩১ টি টি-টোয়েন্টি ম্যাচ, নিয়েছেন ১৭৮ টি উইকেট। তার ইকোনমি রেট ৭.৯৯। বল প্রতি উইকেট নিয়েছেন ১৬.২০ স্ট্রাইক রেটে। সেরা বোলিং ফিগার ৩৫ রান দিয়ে পাঁচ উইকেট। অন্যদিকে, জসপ্রিত বুমরাহ খেলেছেন ২০৭টি ম্যাচ, নিয়েছেন ২৫৮টি উইকেট। ইকোনমি মাত্র ৭.০০, স্ট্রাইক রেট ১৮.১ এবং সেরা বোলিং ফিগার ১০ রান খরচ করে ৫ উইকেট শিকার।
পরিসংখ্যানের বিচারে, স্টার্ক উইকেট তুলতে বুমরাহর চেয়ে একটু কম বল ব্যবহার করেন। তবে বুমরাহ ইকোনমি এবং সেরা বোলিং ফিগারের দিক থেকে পরিষ্কারভাবেই এগিয়ে রয়েছে।
নতুন বলে এবং ডেথ ওভারে এই দুজনের পরিসংখ্যান একটু দেখা যাক; নতুন বল হাতে মিশেল স্টার্ক বরাবরই দাপট দেখিয়েছেন। ১৩০ ম্যাচে শিকার করেছেন ৬৮ উইকেট, ইকোনমি ৭.৪০, স্ট্রাইক রেট ২২.২। অপরদিকে বুমরাহ ১৯৮ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন, ইকোনমি ৬.৪৫ হলেও স্ট্রাইক রেট ২৭.৫—অর্থাৎ উইকেট তুলতে তার কিছুটা বেশি সময় লাগে।
ডেথ ওভারে আবার ভিন্ন চিত্র। ১৮২ ম্যাচ খেলে বুমরাহ ১৩৫ উইকেট নিয়েছেন, যেখানে ১০২ ম্যাচ খেলে স্টার্কের ঝুলিতে আছে ৮৫ উইকেট। বুমরাহর ইকোনমি রেট ৭.৯১ যেখানে স্টার্কের ৯.১৭। ডেথ ওভারে স্টার্ক উইকেট দ্রুত নিতে পারলেও বুমরাহ কম রান দিয়ে ওভারের চাপ সামলাতে বেশি দক্ষ। তার ইকোনমি রেট স্পষ্ট করে দেয় কতটা নির্ভরযোগ্য তিনি শেষের দিকে।
টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট তোলা, আবার ইকোনমি রেট বজায় রাখা একটু কঠিনই বটে। উইকেট টেকার হিসেবে মিচেল স্টার্ক বরাবরই সিদ্ধহস্ত। নতুন বলে তার ভয়ংকর সুইংয়ের সামনে ব্যাটারদের টিকে থাকাটা বেশ কঠিন। অন্যদিকে, ইকোনমি রেটের বিচারে জাসপ্রিত বুমরাহ এ যুগের সেরা। সামগ্রিক অর্থে সেরার বিচারে দুইজনের পথ ভিন্ন দুই দিকে।