ঋষাভ পান্তের বদলি হিসেবে ভারত দলে ডাক এসেছে নারায়ন জাগদিসানের। কে এই জাগদিসান? এমন প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে। ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড সফর না করলেও, সোজা ভারত থেকে ইংল্যান্ডে উড়ে যাবেন তামিল নাড়ুর এই খেলোয়াড়।
নারায়ন জাগদিসান গেল দুই আসরে নজর কেড়েছেন প্রথম শ্রেণি ক্রিকেটে দারুণ পারফরমেন্স করে। তামিল নাড়ুর হয়ে পরপর দুই রঞ্জি টুর্নামেন্টে সর্বাধিক রান করেছেন তিনি। ২০২৩-২৪ মৌসুমে ১৩ ইনিংসে ৮১৬ রান করেছিলেন তিনি ৭৪.১৮ গড়ে। এরপর আবার সর্বশেষ আসরে ৬৭৪ রান করেছেন ৫৬.১৬ গড়ে।
লঙ্গার ফরম্যাটে তার সামগ্রিক পরিসংখ্যানও যথেষ্ট প্রশংসনীয়। ৭৯ ইনিংসে তিনি ব্যাট করেছেন ৪৭.৪০ গড়ে। ৩৩৭৩ রান সংগ্রহে ১০ বার শতকের গণ্ডি ছাড়িয়েছেন, ১৪বার থেমেছেন পঞ্চাশোর্ধ ইনিংস খেলে। প্রথম শ্রেণিতে বেশ সমৃদ্ধ পরিসংখ্যান নারায়নের। ঠিক সে কারণেই ডাক এসেছে তার।

তবে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সম্ভবত ছিল ২০২২/২৩ মৌসুমের বিজয় হাজারে ট্রফি। ভারতের প্রসিদ্ধ লিস্ট এ টুর্নামেন্টের এক মৌসুমে সর্বাধিক রান করেছেন। ৮৩০ রান করেছিলেন তিনি আট ম্যাচে। সেবার টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নারায়ন জাগদিসান। এছাড়াও লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ২৭৭ রানের রেকর্ডটি তারই দখলে রয়েছে।
তিনি সাম্প্রতিক সময়ে ছিলেন ভারত জাতীয় দলের বর্ধিত বলয়ে। যেকোন পজিশনে ব্যাটিং করার দক্ষতা ও মানিয়ে নেওয়ার সক্ষমতা তাকে জাতীয় দলের খুব কাছে নিয়ে গেছে চোখের পলকে। পাশাপাশি তার ব্যাটে রানের প্রবাহ কাজ করেছে প্রভাবক হিসেবে।
তবে তিনি মূল একাদশে হয়ত এখনই সুযোগ পাবেন না। ভারত দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ইতোমধ্যেই ইংল্যান্ডে রয়েছেন ধ্রুব জুরেল। তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচে তিনিই সামলেছেন উইকেটরক্ষণের দায়িত্ব। তৃতীয় টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন পান্ত। চতুর্থ টেস্টে তার পায়ে হয়েছে ফ্র্যাকচার। অতএব পঞ্চম ও শেষ টেস্টে ধ্রুব জুরেলকেই দেখা যেতে পারে একাদশে।

ধ্রুব জুরেলের ব্যাকআপ হিসেবেই নারায়ন জাগদিসানকে উড়িয়ে নেওয়া হচ্ছে ইংল্যান্ডে। ২৯ তারিখ তিনি লন্ডনে দলের সাথের যুক্ত হবেন। ৩১ তারিখ মাঠে গড়াবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজের সর্বশেষ টেস্ট ম্যাচ।











