তিনি রবি শাস্ত্রী, তিনি যাই বলেন তাই আইন। আর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তিনি তো বাড়তি কথা বলবেনই!
টসে যথারীতি অতিরঞ্জন করলেন শাস্ত্রী। বললেন, ফাইনাল পাঞ্চ দেওয়ার অপেক্ষায় আছেন রোহিত শর্মা আর মিশেল স্যান্টনার। আবেগ হয়ত একটু বেশিই পেয়ে বসেছিল সাবেক ভারতীয় ক্রিকেটার শাস্ত্রীকে।
ম্যাচ রেফারি ছিরেন রঞ্জন মাদুগালে। তাঁকেও অতি বিশেষণে বিশেষায়িত করলেন শাস্ত্রী। রঞ্জন মাদুগালে সিরিয়াস, তাঁর কোনো হেলদোল হল না।
বেশি নাটক করলেও তাতে রোহিতের কোনো লাভ হল না। যথারীতি টস হারলেন রোহিত। এই আসরে একটা ম্যাচেও টস জিতেননি। কিন্তু জিতেছেন সব গুলো ম্যাচ। টানা ১৫ টা টস হার ভারত। টানা ১২ টা টস হারের বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত। এখানে তিনি যোগ দিলেন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ব্রায়ান লারাকে। টস হেরে যে একটা হাসি দিলেন, তাতেই বোঝা গেল – এই হারের বেদনা তাঁর সয়ে গেছে। স্রেফ নিয়মরক্ষার জন্য নামেন মাঠে।
অবশ্য, টস হার বা জয় ভারতের জন্য কোনো সমস্যা না। রোহিত নিজেও বললেন, রান তাড়া করতে তাঁর কোনো সমস্যা নেই। দেখা যাক রোহিতের ভরসা রাখতে পারে কি না ভারতীয় দল।