বাংলাদেশ দলে কে এই রাহিন?

জিমখানা ক্রিকেট ক্লাবের বাঁহাতি পেসার রাহিন স্বপ্নেও ভাবেননি, একদিন জাতীয় দলের ড্রেসিংরুমে বসবেন মুশফিকুর রহিম, লিটন দাস বা শান্তদের পাশে। তবে তিনি পুরোপুরি অপরিচিত নন—সিলেটে বাংলাদেশ দল সিরিজ খেলতে বা ক্যাম্প করতে এলে প্রায়ই নেটে বল করার জন্য তাঁকে ডাকা হয়। এবার সারা জীবন মনে রাখার মত একটা স্মৃতি জমে থাকল রাহিনের হৃদয়ে।

ইংল্যান্ডে এই দৃশ্যটা ‍খুবই পরিচিত। কিন্তু, বাংলাদেশে একেবারেই নতুন। বাংলাদেশের টেস্ট জার্সি গায়ে দৌড়াতে থাকা এক অচেনা মুখ মুহূর্তেই সবার দৃষ্টি কাড়লেন। কখনও পানি টানছেন, কখনও বা তোয়ালে নিয়ে যাচ্ছেন খেলোয়াড়দের কাছে।

কিন্তু, এই কাজটা তো একাদশে জায়গা না পাওয়া স্কোয়াডের বাকিরা করেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল—জাতীয় দলের জার্সিতে থাকা এই নতুন মুখ কে? খোঁজ নিয়ে জানা গেছে, তাঁর নাম রাহিন আহমেদ। স্থানীয় প্রথম বিভাগ লিগে খেলা এই তরুণকে হঠাৎই ডেকে নেওয়া হয় জাতীয় দলের স্কোয়াডে। কারণ, টেস্টের প্রথম দিনেই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় বাংলাদেশ দল হঠাৎ সাপোর্টিং খেলোয়াড় সংকটে পড়ে। তাই ম্যাচ অফিশিয়ালদের অনুমতি নিয়ে একজন স্থানীয় ক্রিকেটারকে দলে যুক্ত করা হয়েছে।

তিনিই হলেন এই রাহিন আহমেদ। এমনিতে ইংল্যান্ডে খেলা হলে স্বাগতিক দলের ক্ষেত্রে এটা খুবই পরিচিত দৃশ্য। দ্বাদশ ব্যক্তি হিসেবে স্থানীয় কোনো তরুণ ক্রিকেটারকেই রাখে তাঁরা। জো রুটের ভাই বিলি রুট, কিংবা বাংলাদেশি বংশদ্ভুত রবিন দাস-কে তাই দেখা গেছে ইংলিশ দলের ডাগ আউটে।

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলার কারণে টেস্ট স্কোয়াড এবার ছোট রাখা হয়েছিল, মাত্র ১৪ জনে। কিন্তু প্রথম দিনের ভেতরই দুইজন ইনজুরিতে পড়লে চাপে পড়ে টিম ম্যানেজমেন্ট। মাঠে আর কেউ চোট পেলে বদলি ফিল্ডার হিসেবে কাউকে পাঠানোই কঠিন হয়ে যাচ্ছিল। সেই মুহূর্তেই সুযোগ এসে যায় রাহিন আহমেদের সামনে।

জিমখানা ক্রিকেট ক্লাবের বাঁহাতি পেসার রাহিন স্বপ্নেও ভাবেননি, একদিন জাতীয় দলের ড্রেসিংরুমে বসবেন মুশফিকুর রহিম, লিটন দাস বা শান্তদের পাশে। তবে তিনি পুরোপুরি অপরিচিত নন—সিলেটে বাংলাদেশ দল সিরিজ খেলতে বা ক্যাম্প করতে এলে প্রায়ই নেটে বল করার জন্য তাঁকে ডাকা হয়। এবার সারা জীবন মনে রাখার মত একটা স্মৃতি জমে থাকল রাহিনের হৃদয়ে।

Share via
Copy link