বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেকটা আসর দরজায় কড়া নাড়ছে। তবে বিগত আসর গুলো থেকে এবার আমেজটা যেন একটু বেশি। প্রতিটা ফ্র্যাঞ্চাইজিই ইতোমধ্যে দলে ভিড়িয়ে ফেলেছে একাধিক বিদেশী ক্রিকেটার। সবার নজরও সেদিকেই। তবে এরমাঝে ছয়টা ফ্র্যাঞ্চাইজিই দলে নিয়ে নিয়েছে একজন করে লোকাল ক্রিকেটার।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান থাকছেন তাঁর পুরনো ঠিকানাতেই। গতবারের মত এবারো ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট-বল হাতে খুব একটা ভালো সময় কাটাননি এই অলরাউন্ডার। তবে নিজের চেনা রূপে ফেরার জন্য ভালো মঞ্চ হতে পারে এবারের বিপিএল। কেননা বরিশাল দল যে তাঁর দিকেই তাকিয়ে থাকবে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল অবসর নিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে। ফলে এই ফরম্যাটে তাঁর ফর্মটা কেমন আছে তা বলা মুশকিল। তবুও দেশসেরা এই ওপেনারেই ভরসা রাখছে রংপুর খুলনা টাইগার্স। ড্রাফটের আগে ডিরেক্ট সাইনিংয়ে তামিমকেই দলে ভিড়িয়েছে তাঁরা।
ক্রিকেট মাঠে এখন আর তেমন আলোচনায় থাকেননা মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ক্রিকেট থেকে বেশ দূরেই বলা চলে। তবে এবারের বিপিএলে আবারো অধিনায়কত্ব করতে দেখা যাবে মাশরাফিকে। সিলেট স্ট্রাইকার্স নিজেদের দল সাজাচ্ছে মাশরাফকে কেন্দ্র করেই।
অনেকদিন ধরেই বল হাতে সময়টা ভালো যাচ্ছিল না মুস্তাফিজুর রহমানের। নিজের সেই ছন্দটা খুঁজে পাচ্ছিলেন না। তবে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের মঞ্চে আবার পুরনো সেই ফিজের আভাষ পাওয়া গিয়েছে। আর তাঁর পুরনো দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সও ফিজকে তাঁদের দলেই রেখে দিয়েছে। দলে এবারো কুমিল্লার হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্বও করেছেন নুরুল হাসান সোহান। আর সোহানকে আগেভাগেই দলে নিয়ে নিয়েছে রংপুর রাইডার্স। ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সময়টা ভালো কাটেনি। এবার বিপিএলে নিজের ফর্ম ফিরিয়ে আনতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।
টি-টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নয়া তারকা ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে ধারবাহিক ভাবেই ভালো খেলে যাচ্ছিলেন। তবে বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। যদিও এবারো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাঁদের দলে রেখে দিয়েছে আফিফকে।
সবমিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সেরা ক্রিকেটারদের ডিরেক্ট সাইনিং করে ফেলছে ফ্র্যাঞ্চাইজি গুলো। তবে ঢাকা এখনো দেশী-বিদেশী কোন ক্রিকেটারকেই দলে ভেড়ায়নি। কেননা মাত্র দুদিন আগেই দলটির সত্ব পেয়েছে রূপা ফেব্রিকস।
ওদিকে সোহান, আফিফরা ইতোমধ্যে দল পেয়ে গেলেও লিটন কুমার দাস, তাসকিন আহমেদদের এখনো কেউ ডিরেক্ট সাইন করেনি। হয়তো প্লেয়ার্স ড্রাফটেই লিটন, তাসকিনদের নিয়ে কাড়াকাড়ি করবে দলগুলো। সেজন্য অপেক্ষা করতে হবে ২৩ নভেম্বর পর্যন্ত।
বিপিএল ২০২৩ ডিরেক্ট সাইনিং (দেশি ক্রিকেটার)
- সাকিব আল হাসান –ফরচুন বরিশাল
- তামিম ইকবাল-খুলনা টাইগার্স
- আফিফ হোসেন ধ্রুব-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
- মাশরাফি বিন মর্তুজা-সিলেট স্ট্রাইকার্স
- নুরুল হাসান সোহান-রংপুর রাইডার্স
- মুস্তাফিজুর রহমান-কুমিল্লা ভিক্টোরিয়ান্স