টি-টোয়েন্টিতে পাকিস্তানের ওপেনিং জুটি এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান ওপেনার হিসেবে লম্বা সময় খেললেও সন্তুষ্ট করতে পারেননি টিম ম্যানেজম্যান্টকে। বিশেষ করে স্ট্রাইক রেট ইস্যুতে পিছিয়ে ছিলেন দু’জনে। বাধ্য হয়েই সায়িম আইয়ুবকে সুযোগ দেয়া হয়, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন সেই সুযোগ কাজে লাগাতে।
বিশ্বকাপের ঠিক আগে দল যখন এমন বিপাকে তখন পরামর্শ নিয়ে এগিয়ে আসলেন সাবেক দুই ওপেনার ইমরান নাজির এবং আহমেদ শেহজাদ। বিশ্বকাপে কোন জুটিকে দিয়ে ইনিংসের সূচনা করা ভাল হবে সেটিই বাতলে দিলেন তাঁরা।
নাজির বলেন, ‘আমরা শুধু স্কোয়াডের পনেরো জনকে নিয়ে ভাবতে পারি, বাইরের কারো কথা ভেবে লাভ নেই। তো এই মুহূর্তে আমার মনে হয় ফখর জামান ওপেনিংয়ের জন্য উপযুক্ত। রিজওয়ানের সাথে সে ইনিংস শুরু করবে, এরপর বাবর তিন নম্বরে নামতে পারে।’
পাওয়ার প্লে কাজে লাগানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম ছয় ওভারে যদি আপনি ভাল করতে না পারেন তাহলে কিন্তু বড় স্কোর করা সম্ভব হয় না। অনেক সময় ধরেই ঘুরেফিরে একই ব্যাটারদের সুযোগ দেয়া হচ্ছে, সায়িমকে আনা হয়েছে। কেউই কিছু করতে পারেনি।’
পাওয়ার প্লের গুরুত্ব নিয়ে এই হার্ডহিটারের সাথে একমত শেহজাদও। সেই সাথে নিজের পছন্দের ওপেনিং জুটি নিয়ে তিনি বলেন, ‘সবকিছু বিবেচনা করে আমি বলব রিজওয়ানের সাথে উসমান খানের ওপেনিং করা উচিত। যদি উসমানকে দলে রাখা হয়, তাহলে সে সেরা পছন্দ।’
এই ব্যাটার আরও যোগ করেন, ‘বাবর নিজে যদি ওপেনার হিসেবে খেলে তাহলে মিডল অর্ডারের কি হবে। আমাদের মিডল অর্ডার এমনিতেই নড়বড়ে, সে চলে গেলে কে দায়িত্ব নিবে। তাই তাঁর উচিত হবে তিন নম্বরে ব্যাট করা, সেই সাথে ভাল স্ট্রাইক রেটে রান করার চেষ্টা করা।’