লিওনেল মেসির ছায়ায় থাকতে চাননি বলেই বার্সেলোনা ছেড়েছিলেন নেইমার জুনিয়র। অথচ এখন শোনা যাচ্ছে ভিন্ন কিছু, লিওনেল মেসির ছায়ায় থাকতে হবে সেজন্য নয় বরং মেসি তাঁর আড়ালে চলে যাবেন এমন শঙ্কা থেকেই বার্সেলোনাকে বিদায় বলেছেন তিনি। তাঁর বাবা নেইমার সিনিয়রের কথা থেকে এমনটাই জানা গেলো।
কাতালানদের হয়ে ভালোই সময় কাটছিলো নেইমারের, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রেকর্ড ফি-র বিনিময়ে প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি জমান তিনি। এরই সাথে ভেঙে যায় বিশ্ব কাঁপানো লুইস সুয়ারেজ, লিওনেল মেসির সঙ্গে তাঁর গড়ে তোলা ‘এমএসএন’ ট্রায়ো।
কেন ক্যারিয়ারের মহাগুরুত্বপূর্ণ সময়ে ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন এই লেফট উইঙ্গার, সেটা অবশ্য রহস্য হয়েই আছে। ফুটবল সমর্থকদের আলোচনার খোরাক হয়ে আছে গত অর্ধ যুগের বেশি সময়। তবে এবার মোটামুটি খোলাসা করেই সব জানালেন তাঁর বাবা।
নেইমার সিনিয়রের দাবি, মেসির থেকে স্পটলাইট নিতে হবে ভেবেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর ছেলে। তিনি বলেন, ‘পিএসজিতে যাওয়া নেইমারের সিদ্ধান্ত ছিল, সে ক্লাব পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল। বার্সাতে আমাদের সময়টা কঠিন ছিল কারণ আমরা নিশ্চিত ছিলাম না টিম ম্যানেজমেন্ট কি ভাবছিল। সে ভেবেছিল ক্লাব তাঁকে মেসির জায়গা নিতে দেখতে চায়। এজন্যই সে এখানে আর থাকতে চায়নি।’
ব্রাজিলিয়ান তারকার বাবা আরো বলেন, ‘একেবারে শেষ দিন পর্যন্ত আমরা তাঁকে বার্সেলোনাতে রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু সে আসলে মেসিকে সরিয়ে ক্লাবের মেইনম্যান হতে চায়নি।’
ব্লাউগানা জার্সির প্রতি এই লেফট উইঙ্গারের ভালবাসা ছিল সেই ব্যাপারে তিনি বলেন, ‘ক্যাম্প ন্যুতে খেলার স্বপ্ন দেখতো নেইমার; আমার কাছে রিয়াল মাদ্রিদের প্রস্তাবও এসেছিল, তাঁরা তিনগুণ বেশি অর্থ দিতে প্রস্তুত ছিল। কিন্তু সে মেসি, সুয়ারেজদের সঙ্গে খেলার জন্য উদগ্রীব হয়ে ছিল।’