Social Media

Light
Dark

কাঠগড়ায় পূজারা একা কেন!

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভরাডুবি হয়েছে ভারতের। তবে, সেই খড়গটা গেছে একজনের ওপর দিয়ে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে সুযোগ হয়নি ভারতের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারার।

ads

বলে না দিলেও চলে যে, সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাজে ব্যাটিং পারফরমেন্সের কারনে পূজারাকে দল থেকে বাদ দিয়েছে ভারতের নির্বাচকরা। এতেই চটেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। তার মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে সুবিধা করতে পারেনি ভারতের অধিকাংশ ব্যাটারই। কিন্তু পূজারাকেই বাদ দেয়া হয়েছে। তার সাথে অন্যায় করা হয়েছে। বলির পাঁঠা বানানো হয়েছে পূজারাকে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পক্ষে ব্যাট হাতে একমাত্র সফল ছিলেন আজিঙ্কা রাহানে। দুই ইনিংসে যথাক্রমে ৯১ ও ৪৬ রান করেন তিনি। দুই ইনিংসে ১৪ ও ২৭ রান করেন পূজারা। স্বীকৃত ব্যাটারদের মধ্যে কেউই হাফ-সেঞ্চুরিও করতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা -১৫ এবং ৪৩, বিরাট কোহলি-১৪ এবং ৪৯ এবং শুভমান গিল- ১৩ এবং ১৮। এমন পারফরমেন্সেরও পরও ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে রাখা হয়েছে রোহিত-কোহলিদের।

ads

গত টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন পূজারা। ১৭ টেস্টে ৯২৮ রান করেছেন তিনি। সমানসংখ্যক ম্যাচে ৯৩২ রান নিয়ে সবার উপরে বিরাট কোহলি।

গাভাস্কারের মতে, অন্যায়ভাবে বাদ দেয়া হয়েছে পূজারাকে। স্পোর্টস টুডের সাথে আলাপকালে তিনি বলেন, ‘কেন তাকে বাদ দেয়া হলো? কেন তাকে আমাদের ব্যাটিং ব্যর্থতার জন্য বলির পাঁঠা বানানো হচ্ছে? সে ভারতীয় ক্রিকেটের অনুগত সেবক। কিন্তু প্ল্যাটফর্মে তার লক্ষ লক্ষ ফলোয়ার নেই। যারা তাকে বাদ দেয়া নিয়ে আওয়াজ তুলবে?

তিনি আরও বলেন, ‘তাকে বাদ দিয়ে অন্য যারা ব্যর্থ হয়েছে তাদের রেখে দেয়ার মাপ কাঠিটা কী? আমি জানি না ঠিক কি কারন। তবে আজকাল মিডিয়ার সাথে যোগাযোগ নেই নির্বাচন কমিটির চেয়ারম্যানের।’

অনেকের মতে, বয়সের কারনে বাদ দেয়া হয়েছে পূজারাকে। এটি মানতে রাজি নন গাভাস্কার। তিনি বলেন, ‘হ্যাঁ, কাউন্টি ক্রিকেট খেলছে সে। অনেক বেশি লাল বলের ক্রিকেট খেলেছে, এজন্য সে জানে এটি কি। মানুষ চল্লিশ বা ৩৯ বছর বয়স পর্যন্ত খেলতে পারে এবং যতক্ষণ রান করছেন। আমি মনে করি না বয়স ফ্যাক্টর হওয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link