মাস তিনেক আগে এই চট্টগ্রামের পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচ খেলা হয়নি তামিম ইকবালের। তবে এবার তামিম আছেন। সাগরিকার নেটে আজ দেখা গেল চট্টগ্রামের এই ছেলেকে। মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও আফিফ হোসেন ধ্রুবর স্পিনের বিরুদ্ধে অনেকক্ষণ ব্যাটিং করলেন। এই স্পিনারদের মোটামুটি বলে কয়েই শট খেলছিলেন তামিম।
অনেকদিন পর জাতীয় দলের হয়ে আবার মাঠে নামবেন। তবে নেটে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সতস্ফুর্ত ব্যাটিংই দেখা গেল। স্পিনারদের বিপক্ষে দারুণ সব শট খেলছিলেন। নেটেই স্পিনারদের বিপক্ষে ম্যাচ প্র্যাকটিসের মত করছিলেন।
মিরাজের বলগুলো শুরু থেকেই ভালো খেলছিলেন। তবে আফিফের বল গুলো বোধহয় একটু ভোগাচ্ছিল। আফিফের প্রথম চারটা বল ডট দিলেন। আফিফ খুনশুটি করে বলছিল, ‘ভাই চারটা ডট হয়ে গেল কিন্তু।’ তামিম এর উত্তর দিবেন না তা কী করে হয়।
হেসে হেসে আফিফকে বলেন, ‘তোর ওভার তো শেষ হয় নাই। আরো দুই বল আছে। একটা বাউন্ডারি মারলেই তো হয়ে যায়। তোরে পরের বলে একটা চার মারবো যা।’ ঠিকই আফিফ যখন পরের বলটা করলেন তখন চোখ ধাঁধানো একটা স্ট্রেইট ড্রাইভ করলেন তামিম। সাগরিকার ঘাস গুলোকে যেন ছিড়ে নিয়ে যাচ্ছিল বলটা। স্বাভাবিক ভাবেই ম্যাচে এই শট বাউন্ডারির সীমানা পাড় হয়ে যেত।
তবুও আফিফ মানতে নারাজ। তাঁর মতে দুই রান হতে পারতো এই বল থেকে। পরে অবশ্য মাঠের কয়েকজন চার বলে রায় দিলে আফিফ মেনে নেন। এর আগে মিরাজের বলেও ডাউন দ্য উইকেটে এসে কাভারের উপর দিয়ে দারুণ এক শট খেলেন। মিরাজ, নাসুমরা যেন তামিমের সামনে বল ফেলার জায়গাই খুঁজে পাচ্ছিল না। সবিমিলিয়ে স্পিনারদের বিপক্ষে বেশ সাবলীলই মনে হয়েছে তামিম ইকবালকে। আফগানিস্তানের স্পিনারদের সামলানোর জন্যই বুঝি স্পিনে তামিমের এই বাড়তি মনোযোগ।
ওদিকে ম্যাচে আফগানিস্তানের তিন স্পিনারকে সামলাতে হবে বাংলাদেশকে। রাশিদ খান, মোহাম্মদ নবি ও মুজিবুর রহমানই করবেন ৩০ ওভার। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে এটি সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। তবে বাংলাদেশের সব ব্যাটসম্যানই আজ নেটে স্পিনারদের বিপক্ষে বেশি খেলেছেন। ফলে আফগানিস্তানের স্পিনারদের সামলাতে বেশ প্রস্তুতই মনে জচ্ছে তামিমদের।
তবে বাংলাদেশ শিবিরে স্বস্তির জায়গা যে অনেকদিন পর মাঠে পাওয়া গেল তামিম ইকবালকে। টি-টোয়েন্টিটা অনেকদিন ধরেই খেলছেন না। ইনজুরির কারণে টেস্ট ম্যাচও খেলতে পারেননি। তবে ওয়ানডে অধিনায়ক অনেকদিন পর নিজের সবচেয়ে প্রিয় ফরম্যাট দিয়েই মাঠে ফিরছেন।
বাংলাদেশের হয়ে এই ওপেনার শেষ মাঠে নেমেছিলেন প্রায় আট মাস আগে। গতবছর জুলাই মাসে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি কোন ফরম্যাটেই খেলা হয়নি তামিম ইকবালের।
অনেকদিন পর মাঠে ফিরছেন তাও আবার নিজের শহরের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই বাংলাদেশ খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিজের ঘরের মাঠে অনেকদিন বাদে ফেরাটাকে তাই নিশ্চয়ই স্বরণীয় করে রাখতে চাইবেন বাংলাদেশের এই অধিনায়ক।