ইউরোপীয় ফুটবলে আসন্ন গ্রীষ্মকালীন দলবদল যতই এগিয়ে আসছে ততই যেন লিওনেল মেসি বার্সেলোনায় ফেরার গুঞ্জনটাও তীব্র হচ্ছে। দলবদলের খবরের জন্য সবচেয়ে বিশ্বস্ত যাকে মনে করা হয় সেই ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোও নিশ্চিত করেছেন মেসিকে দলে ভেরানোর জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছে বার্সেলোনা ম্যানেজমেন্ট। এমনকি ঘরের ছেলে মেসি বার্সেলোনায় ফিরে এলে কোন জার্সিটি পড়বেন তা নিয়েও শুরু হয়েছে আলোচনা।
২০২১ সালে দুই যুগের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছেড়ে দুই বছরের চুক্তিতে প্যারিস সেইন্ট জার্মেইনে যোগ দেন মেসি। এই মৌসুম শেষেই শেষ হতে যাচ্ছে সেই চুক্তি। চলতি মৌসুমের মাঝপথে মেসির সাথে চুক্তি নবায়নের উদ্যোগ নিয়েছিলো পিএসজি। তবে মেসির পক্ষ থেকে বেতন বাড়ানোর প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। তাই পিছিয়ে যায় সেই চুক্তি নবায়ন।
এরপর সময় যত গড়িয়েছে পিএসজির সাথে চুক্তি নবায়নের সম্ভাবনা ততই কমেছে মেসির। পিএসজির সাথে চুক্তি নবায়নে দেড়ি হওয়ায় বেশ কয়েকটি ক্লাবের তরফ থেকে প্রস্তাব ছিলো মেসির জন্য। ইন্টার মিয়ামি, আল হিলালের মত ক্লাবগুলো আলোচনায় থাকলেও এই মূহুর্তে বার্সেলোনাকেই মেসির পরবর্তী গন্তব্য বলে মনে করা হচ্ছে।
তবে বার্সায় ফিরলে কত নম্বর জার্সি পড়বেন মেসি? এ নিয়েও শুরু হয়েছে আলোচনা। মেসির রেখে যাওয়া দশ নম্বর জার্সি দেয়া হয়েছিলো তরুণ ফুটবলার আনসু ফাতিকে। তবে এই মৌসুমের পর বার্সেলোনায় ফাতির ভবিষ্যতই অনিশ্চিত। ফাতি নিজে কাতালান শিবিরে খুশি থাকলেও তাঁর বাবা চাননা ফাতি বার্সেলোনায় থাকুক। এর কারণ হিসেবে ফাতির বাবা জানিয়েছিলেন এই মৌসুমে কোচ জাভির অধীনে বেশিরভাগ সময় বেঞ্চে কাটানোকে।
ফাতির ওপর বড় স্বপ্নই দেখেছিলো বার্সেলোনা।নিজেদের বিখ্যাত দশ নম্বর জার্সি তাঁর গায়ে তুলে দিয়ে সেটিরই জানান দিয়েছিলো তারা। ফাতি আপাতত বার্সেলোনায় থাকতে চাইলেও মেসি বার্সায় ফিরে পুনরায় দশ নম্বর জার্সি পরিধান করলে ফাতি বিষয়টি কিভাবে নেন সেটিও দেখার বিষয়।
মেসি বার্সেলোনা ছেড়ে যাবার দুই বছর হতে চললেও এই প্রথম নিজেদের ঘরের ছেলেকে ঘরে ফেরাতে তোরজোর শুরু করেছে বার্সা। এতদিন পর্যন্ত বার্সা রাজপুত্রের কাতালানে ফেরাটা অবাস্তব মনে হলেও এখন সেই স্বপ্নটাই বাস্তাবায়ন হতে যাবার পথে আছে ভালোভাবেই।