সাব্বিরকে ছাপিয়ে যেতে পারবেন সাইফ?

আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে বিশাল বড় লাফ দিয়েছেন সাইফ। এশিয়া কাপের পর, আফগানিস্তানের বিপক্ষেও দারুণ ব্যাটিংয়ের ফলাফল। তবুও তিনি পিছিয়ে আছেন সাব্বিরের চাইতে। 

সাব্বির রহমানকে গিয়ে ছাড়িয়ে যেতে পারবেন সাইফ হাসান? আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে বিশাল বড় লাফ দিয়েছেন সাইফ। এশিয়া কাপের পর, আফগানিস্তানের বিপক্ষেও দারুণ ব্যাটিংয়ের ফলাফল। তবুও তিনি পিছিয়ে আছেন সাব্বিরের চাইতে।

আইসিসির নতুন র‍্যাংকিংয়ে ১৮ তম টি-টোয়েন্টি ব্যাটার এখন বাংলাদেশের সাইফ হাসান। ১৭ ধাপ লাফ দিয়ে এই অবস্থানে এসেছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬২৪। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ৬০০ ছাড়ানো রেটিং প্রাপ্তদের মধ্যে তিনি ষষ্ঠ।

এর আগে সাকিব আল হাসান, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ ও তাওহীদ হৃদয় – এই পাঁচজন পেয়েছিলেন ছয়শ রেটিং পয়েন্ট। এদের মধ্যে সর্বোচ্চ রেটিং পেয়েছিলেন সাব্বির রহমান।

সাব্বির রহমান তার ক্যারিয়রে ২৯টি ছক্কা হাঁকিয়েছেন এখন অবধি। অন্যদিকে সাইফ হাসানের ছক্কার সংখ্যা ২৭টি। সেদিক থেকে তিনি নিশ্চয়ই পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেই সাব্বিরকে ছাড়িয়ে যাবেন। তবে সাব্বিরের রেটিং পয়েন্ট ছাপিয়ে যেতে হলে নিজের বিধ্বংসী ধারা আরও একটি সিরিজের জন্যে অব্যাহত রাখতে হবে।

সাব্বির ২০১৭ সালের জানুরিয়াতে ৬৭৬ রেটিং পয়েন্ট পেয়েছিলেন। দুর্ধর্ষ পারফরমেন্সের কল্যাণেই সেই রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন সাব্বির। সাইফের সামনে সুযোগ অবশ্যই রয়েছে। আফগানিস্তান সিরিজ শেষেই ওয়েস্ট ইন্ডিজ আসবে বাংলাদেশের। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে বাংলাদেশের।

সেই সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। অতএব সাইফের হাতের সামনেই রয়েছে সুযোগ সাব্বিরকে ছাপিয়ে যাওয়ার। যদিও তিনি নিশ্চয়ই নিজের চ্যালেঞ্জের সীমা সেখানেই সীমিত রাখতে চাইবেন না। সেরা পাঁচ টি-টোয়েন্টি ব্যাটারদের একজন হওয়ার লক্ষ্য থাকা উচিত তার। তাতে করে আখেরে তো বাংলাদেশেরই লাভ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link