সাকিব আল হাসান কি ম্যাচ সেরা হওয়ার হাফ সেঞ্চুরি পূরণ করতে পারবেন? মাইলফলক থেকে আর মাত্র পাঁচটি পুরস্কার দূড়ে দাঁড়িয়ে আছেন তিনি।
টি–টোয়েন্টি ক্রিকেটের রঙিন মঞ্চে আবারও নিজের নামটা একটু উঁচু করে লিখে দিলেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে যখন ‘ম্যান অব দ্য ম্যাচ’ ঘোষণাটা এলো, তখন সংখ্যাটা দাঁড়াল ৪৫। হ্যাঁ, টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটাই সাকিবের ৪৫তম ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার। আইএল টি-টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

এই মাইলফলক সাকিবকে নিয়ে গেছে একেবারে অভিজাত এক ক্লাবে। টি–টোয়েন্টি ইতিহাসে তার চেয়ে বেশি বার ম্যাচসেরা হয়েছেন কেবল তিনজন। ৬০ বার এই কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
তাঁর স্বদেশি কাইরেন পোলার্ড এবং গ্লেন ম্যাক্সওয়েল – দু’জনই হাফ সেঞ্চুরি থেকে দুই ঘর পেছনে আছেন। ব্যাটে-বলে সমান দক্ষতা, চাপের মুহূর্তে ঠাণ্ডা মাথা আর ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা—এই তিনের সমন্বয়েই সাকিব বারবার আলাদা হয়ে উঠেছেন।

কখনো ব্যাট হাতে ইনিংস গড়ে তোলা, কখনো আবার বল হাতে ম্যাচ ছিনিয়ে নেওয়া, টি-টোয়েন্টির দ্রুতগতির খেলায় এই ধারাবাহিকতাই তাকে তুলে দিয়েছে বিশ্বসেরাদের কাতারে।
সময়ের পথ চলায় সাকিব এখন অনেকটাই নিজের ছায়া। তবে, আজও নিজের দিনে জ্বলে উঠতে জানেন তিনি। তাঁরই প্রমাণ তিনি রাখলেন দুবাইয়ে। এরকম আর পাঁচটা ম্যাচ হলেই সাকিব পেয়ে যাবেন অভিজাত এক মাইলফলক।











