তবে কি আইপিএলে দেখা যাবে আরও এক বাংলাদেশিকে? অনলাইনে অনুষ্ঠিত পরীক্ষামূলক আইপিএল নিলামে ৭৫ লাখ রুপিতে দল পেয়েছেন তানজিম হাসান সাকিব। তাকে দলে নিয়েছে গুজরাট ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে এই প্রতীকী নিলামের আয়োজন করা হয়।
বাস্তব আইপিএল নিলামের আদলে সাজানো এই আয়োজনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি হিসেবে অংশ নেন ক্রিকেট বিশ্লেষক ও কনটেন্ট ক্রিয়েটররা। মূলত আইপিএলের মূল দলগুলোর চাহিদা, তাদের স্কোয়াডে থাকা খালি জায়গা, এসব বিবেচনায় নিয়ে মূল দলগুলোর একটা সম্ভাব্য চিত্র অঙ্কনের এক ক্ষুদ্র প্রয়াশ চালাচ্ছেন এই প্রতীকী নিলামের সংশ্লিষ্টরা।
নিলামে সাকিবের নাম উঠলে তাকে দলে নিতে আগ্রহ দেখায় একমাত্র গুজরাটই। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে তরুণ এই বাংলাদেশি পেসারকে নিজেদের দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। এখন প্রশ্ন হচ্ছে, আদোতে কি আসল নিলামে দল পাবেন সাকিব? সেক্ষেত্রে তার দল গুজরাট টাইটান্স হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে?

গুজরাট টাইটান্সের স্কোয়াডে ফাঁকা স্থান রয়েছে মোট পাঁচটি। যার মধ্যে চারটি ফাঁকা স্থান পূর্ণ করতে হবে বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়ে। তাদের ঝুলিতে অবশিষ্ট অর্থ রয়েছে ১২ কোটি ৯০ লাখ রুপি। অর্থাৎ চাইলেই তারা বড়সড় কোন কেনাকাটায় ঝাপ দিতে পারবে না। তাদের প্রয়োজনও অবশ্য নেই খুব একটা। কেননা দলটা বেশ ব্যালেন্সড।
তাদের বোলিং আক্রমণে পেসারদের মধ্যে রয়েছেন কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণার মত পরীক্ষিত সেনানীরা। তবুও তাদের একজন কিংবা দু’জন বিদেশি পেসার প্রয়োজন হবে। কিন্তু মূল প্রয়োজনের জায়গা একজন দক্ষ ফিনিশার। সেদিক থেকে প্রতিষ্ঠিত, পরীক্ষিত একজন বিদেশি ফিনিশার দলে নিতে চাইবে গুজরাট। সেটাই হবে তাদের মূল লক্ষ্য।
কিন্তু রাবাদার বিকল্প হিসেবে ভিত্তিমূল্যে তানজিম হাসান সাকিবকে দলে ভেড়ালে তা খুব একটা মন্দ পছন্দ হওয়ার সুযোগ নেই। কেননা টেলএন্ডার ব্যাটার হিসেবে সাকিব বেশ চলনসই একজন বিকল্প। অতএব বিদেশি পেসারের প্রয়োজনীয়তা গুজরাট টাইটান্সের রয়েছে বটে। শেষ অবধি সাকিবের আইপিএল দুয়ার খোলে কি-না সেটাই এখন দেখার পালা।












