রিশাদ আছে, তাই চিন্তা নেই হোবার্ট অধিনায়কের!

‘আমাদের রিশাদ আছে’। না, এই কথাটা আমার নয়, হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিস বলেছেন। ইংলিশ স্পিনার রেহান আহমেদকে ছাড়তে হচ্ছে বিগ ব্যাশ। নিঃসন্দেহে যা একটা বড় ধাক্কা। তবে এলিসের কপালে চিন্তার ভাজ পড়ার সুযোগই যে দেননি রিশাদ।

‘আমাদের রিশাদ আছে’। না, এই কথাটা আমার নয়, হোবার্ট হারিকেন্সের অধিনায়ক নাথান এলিস বলেছেন। ইংলিশ স্পিনার রেহান আহমেদকে ছাড়তে হচ্ছে বিগ ব্যাশ। নিঃসন্দেহে যা একটা বড় ধাক্কা। তবে এলিসের কপালে চিন্তার ভাজ পড়ার সুযোগই যে দেননি রিশাদ।

অস্ট্রেলিয়ার আকাশে যেন উড়ছেন বাংলাদেশের এই পোষ্টার বয়। লেগ ব্রেক, গুগলির কারুকার্যে পরীক্ষা নিচ্ছেন ব্যাটারদের। ইতিমধ্যেই আট ম্যাচ খেলে নিজের ঝুলিতে পুরেছেন ১১ খানা উইকেট। ইকোনমিও মাত্র ৭.৬৩। শুধু তাই নয়, দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। আর তাতেই যেন দলের সবচেয়ে নির্ভরযোগ্য সদস্য হয়ে গেছেন বাংলার রিশাদ।

রিশাদ অবশ্য জুটি বেধেছিলেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদের সাথে। দুজনে দুই প্রান্তে যেন ব্যাটারদের টুটি চেপে রেখেছিলেন। তবে এবার সেই জুটি ভেঙে যেতে বসেছে। ফেরার সময় হয়েছে রেহান।

এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কি না হোবার্ট অধিনায়ক, সেটার প্রতিউত্তর বললেন, ‘আমাদের স্পিনাররা দারুণ করেছে। রিশাদ এবং রেহান বিশ্বমানের। তবে শেষ দিকে আমরা রেহানকে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমাদের রিশাদ আছে। সে অসাধারণ একজন বোলার।’

হ্যাঁ, রিশাদ এতটাই বিশ্বাস আর ভরসা অর্জন করেছেন দলের। যখনই অধিনায়কের দরকার পড়েছে, এসেছেন, রান আটকে দিয়েছেন নতুবা ব্রেক থ্রু এনেছেন। তবে রিশাদ শুধু কার্যকরী নয়, সাহসীও বটে। এ প্রসঙ্গে এলিস বলেন, ‘এখানে মাঠের একদিক কিছুটা ছোট, তবে আমি যখন রিশাদকে ডেকেছি, সে হাসি দিয়েই বল হাতে নিয়েছে। অধিনায়ক হিসেবে যা আনন্দের।’

রিশাদদের হাত ধরে হোবার্ট হারিকেন্সও ছুটে চলছে দূর্বার গতিতে। আগের আসরে চ্যাম্পিয়ন দল এবারও রয়েছে পয়েন্ট টেবিলের সেরার আসনে। বাকি সময়জুড়ে রিশাদ ভরসার নাম হয়েই থাকুক।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link