শেষ ভালো যার সব ভাল তার-উক্তিটি যেন সার্থকতা পেল বিরাট কোহলির দুয়ারে। নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচে পেলেন বিশ্বকাপ শিরোপার স্বাদ। নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই জানিয়ে দিলেন এই সুখবার্তা, যেখানে স্বাগত জানিয়েছেন জ্যুড বেলিংহ্যাম, ডেকল্যান রাইস এবং ভিনিসিয়াস জুনিয়রের মত তারকারাও।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে পরাজিত করে দ্বিতীয় বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় ভারত। ফাইনালের মঞ্চে কোহলির ৭৬ রানের ইনিংসটি বিশেষ ভূমিকা পালন করে। ট্রফি নিয়ে দলের সাথে বিজয় উদযাপনের একটি ছবি তাঁর ব্যক্তিগত ইন্সটাগ্রামে আপ্লোড করেন। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তাঁর করা সেই পোস্টে মন্তব্য করেছেন হালের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। সেখানে তিনি কয়েকটি আগুনের ইমোজি ব্যবহার করেন। ভিনি এবার ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন কোপা আমেরিকার মঞ্চে।
ভারতের এই তারকা ব্যাটার সেই পোস্টের ক্যাপশনে লিখেন, ‘এর চেয়ে ভালো স্বপ্ন হয়তো হতে পারতো না। সৃষ্টিকর্তা সত্যিই মহান এবং আমি কৃতজ্ঞতায় আমার মাথা নত করছি। আমরা অবশেষে সফল হয়েছি।’
বেলিংহ্যাম এবং রাইসও সেই পোস্টে কোহলিকে স্বাগত জানিয়েছে। তাঁরা উভয়েই এখন ইংল্যান্ডের হয়ে ইউরো মাতাচ্ছেন। ২৬৯ মিলিয়ন ফলোয়ারে সমৃদ্ধ বিরাট কোহলির ইন্সটাগ্রামে রয়েছে বিশ্বের সব তারকা খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রীরা। ভারতীয়, এমনকি ক্রিকেটার এবং এশিয়ানদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার এখন কিং কোহলির দখলে।
বিশ্বের তারকা খেলোয়াড়দের স্বাগত জানানোই প্রমাণ করে বিরাট কোহলির জনপ্রিয়তার সীমা। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতার মাধ্যমে যেন এই জনপ্রিয়তার মাত্রা বৃদ্ধি পেল কয়েকগুণ।