গোল বলের খেলা ক্রিকেটে হতে পারে যেকোনো কিছু, মুহূর্তের মাঝে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য। আর এই বদলের কাজটা সবচেয়ে ভাল পারেন যারা, তাঁদেরকেই ভাবা হয় এক্স ফ্যাক্টর। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এমন কয়েকজনকে নিয়ে আজকের আয়োজন।
- রোহিত শর্মা (ভারত)
ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসে রোহিত শর্মা যেভাবে খেলছেন তাতে তিনিই এখন সবচেয়ে ইম্প্যাক্টফুল এক্স ফ্যাক্টর। প্রায় প্রতি ম্যাচেই পাওয়ার প্লের সদ্ব্যবহার করে দলকে ভাল শুরু এনে দেন তিনি, তাঁর একটা ঝড়ো ইনিংস ম্যাচের ফলাফল অনেকটাই বদলে দিতে পারে। সম্ভাব্য শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে হিটম্যানের পারফরম্যান্স ভারতের গতিপথ নির্ধারণ করে দিবে।
- ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
বিগ ম্যাচ, বিগ মোমেন্ট মানেই তো ট্রাভিস হেড। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল কিংবা বর্ডার গাভাস্কর ট্রফি – সবখানেই চওড়া হয়ে উঠেছিল তাঁর ব্যাট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরো একবার দায়িত্ব নিতে হবে তাঁকে, দলের বিপদের মুহূর্তে গড়ে দিতে হবে ম্যাচের ভাগ্য।
- জাকের আলি (বাংলাদেশ)
২০২৪ সালে বাংলাদেশের অন্যতম প্রাপ্তি ফিনিশার জাকের আলি। তিন ফরম্যাটেই নিজেকে একাদশের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলেছেন তিনি। ডেথ ওভারে পাওয়ার হিটিং, ছক্কা হাঁকানোর সামর্থ্য তাঁকে ‘বিশেষ’ করে তুলেছে ম্যানেজম্যান্টের কাছে। এখন কেবল বিশেষত্ব কাজে লাগিয়ে ব্যবধান গড়ে দেয়ার পালা তাঁর সামনে।
- ফখর জামান (পাকিস্তান)
চ্যাম্পিয়ন্স ট্রফির কথা ভাবলে ফখর জামানের নাম মাথায় আসবেই। গত আসরের ফাইনালে কি অবিশ্বাস্য ব্যাটিংটাই করেছিলেন তিনি। এবার তো ঘরের মাঠে খেলা, গতবারের চেয়ে ভাল কিছু করার জন্য নিশ্চয়ই মুখিয়ে আছেন তিনি। তবে এই বিধ্বংসী ব্যাটার উইকেটে টিকে থাকতে পারলে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দিতে খুব একটা বেগ পেতে হবে না।
- হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)
নির্দয় ব্যাটিংয়ের এক অনন্য প্রদর্শনী বলা যায় হেনরিখ ক্লাসেনকে। বোলারদের বেধড়ক মার দেয়ার জন্যই বোধহয় বাইশ গজে আসেন তিনি। বিশেষ করে স্পিন বলে ছক্কা হাঁকানো তাঁর কাছে এক হাতের খেল। তাই এশিয়ান কন্ডিশনে দক্ষিণ আফ্রিকার জন্য ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
- ফিল সল্ট (ইংল্যান্ড)
ইংল্যান্ডের সাম্প্রতিক ফর্ম মোটেই ভাল নয়, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁদের দিকে নির্ঘাত চোখ রাঙাবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত বড় দল। আর এই চোখ রাঙানো উপেক্ষা করার সামর্থ্য যে গুটিকয়েকের আছে তাঁদের একজন ফিল সল্ট। রোহিত শর্মার মতই ব্যাট হাতে ইম্প্যাক্টফুল ইনিংস খেলার দিকে মনোযোগী তিনি – বড় মঞ্চে এমন সাহসী ক্রিকেট খেলতে পারলে ভাল কিছু ঘটবে ইংল্যান্ডের ভাগ্যে।