লামিনের কাঁধেই ‘দশ’ নম্বর শোভা পায়!

যোগ্য কাঁধেই উঠেছে এবার দায়িত্ব। বা-পায়ের ম্যাজিকে তিনি বারংবার নস্টালজিয়ার সাগরে ঠেলে দেবেন কাতালান সমর্থকদের।

দশ নম্বর বিপদ সংকেত বাজিয়ে বয়ে গেল লামিন ইয়ামাল ঝড়। তাতে লণ্ডভণ্ড দক্ষিণ কোরিয়ান ক্লাব এফসি সিউল। শঙ্কার মেঘ সরিয়ে লামিন প্রস্তুত। দশ নম্বর জার্সি বোঝা নয়, দায়িত্ব নিয়েই ভার বয়ে বেড়াবেন ১৮ বছর বয়সী তরুণ।

মৌসুম শুরুর আগে বার্সেলোনা নিজেদের ম্যাচ প্রস্তুতি সেরে নিচ্ছে। সে ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ান ক্লাব এফসি সিউলের মুখোমুখি হয়েছিল স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা। দুই দলের ফারাকটা স্পষ্টভাবে জানান দিচ্ছে স্কোরলাইন। ৭-৩ ব্যবধানে ম্যাচটা জিতে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।

এই ম্যাচের দিকে বাড়তি নজর ছিল সবার। কারণটা লামিন ইয়ামাল। রথী-মহারথীদের দশ নম্বর জার্সি গায়ে প্রথমবারের মত খেলতে নেমেছিলেন লামিন ইয়ামাল। লিওনেল মেসির ফেলে রেখে যাওয়া জার্সি নম্বরের প্রতি সুবিচার যে কেউই করতে পারেননি। আনসু ফাতির সম্ভাবনার ঝলকে তাকে মেসির লিগ্যাসি বয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হলেও, তিনি হারিয়ে গেছেন চোখের পলকে।

ধারণা ছিল, লামিনও সইতে পারবে না ভার। কিন্তু না, লামিন দেখালেন দশ কেবলই একটা সংখ্যা। ওই সংখ্যা তার মনোযোগের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়নি বিন্দুমাত্র। বরং স্বভাবজাত স্বাচ্ছন্দ্য নিয়ে তিনি দাপিয়ে বেড়িয়েছেন রাইট উইং ধরে। গোল করেছেন দুই খানা।

স্রেফ ৪৫ মিনিটে দেখিয়ে গেছেন নিজের সমস্ত কারিকুরি। তাতে করে কোরিয়ান ক্লাবটি হয়েছে দিশেহারা। লামিনের সাথে গোল উৎসবে মেতেছিলেন তার সতীর্থরাও। ফেরান তোরেস করেছেন আরও দুইটি গোল। গাভি আর রবার্ট লেওয়ান্ডস্কি করেছেন একটি করে গোল। স্কোরশিটে নাম তুলেছেন ডিফেন্ডার অ্যান্দ্রেস ক্রিস্টেনসনও।

লামিন নামক সম্ভবনার প্রদীপ দপ করে নিভে না যাক, প্রত্যাশা এখন সেটুকুই। ব্লাউগ্রানাদের দশ নম্বর জার্সিটা সগৌরবে দাপিয়ে বেড়াবে ফুটবল ময়দান। যোগ্য কাঁধেই উঠেছে এবার দায়িত্ব। বা-পায়ের ম্যাজিকে তিনি বারংবার নস্টালজিয়ার সাগরে ঠেলে দেবেন কাতালান সমর্থকদের। কোটি চোখের ভ্রমে হয়ত ফিরে আসবেন লিটল ম্যাজিশিয়ান।

Share via
Copy link