প্রলয়ের বার্তাবাহক ইয়াসির রাব্বি

শুরুতে দলের হাল ধরতে বল প্রতি রান তুলছেন তিনি। ১৮ বলে ২১ রান থেকে পরে গিয়ার শিফট করেন তিনি। পরের ১০ বলে ৩১ রান তুলে নিয়ে হাঁকালেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দ্বিতীয় ফিফটি।

টানা দুই ওভার। ওভারের প্রথম দুই বলে দু’টো করে ছক্কা। ব্যাস, পাল্টে গেল ম্যাচের মোমেন্টাম। ইয়াসির আলী রাব্বি নিজের দিনে কি করতে পারেন, সেটা দক্ষিণ আফ্রিকা যেমন টের পেয়েছিল সেটা এবার টের পেল বিপিএলের টেবিল টপাররা।

বাইশ হজে তুলোধোনা করেছেন রংপুর রাইডার্সের বোলারদের। দুই চার আর ছয় ছক্কায় খেলেছেন ৬০ রানের বিধ্বংসী এক ইনিংস। যখন ক্রিজে আসেন পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে বিপাকে দূর্বার রাজশাহী। সেখান থেকেই কাউন্টার অ্যার্টাক শুরু করেন রাব্বি। শেখ মেহেদীকে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ঝড়ের আভাস দেন।

এরপরে নাহিদ রানাকে লং অফ দিয়ে মারেন দৃষ্টিনন্দন চার। শুরুতে দলের হাল ধরতে বল প্রতি রান তুলছেন তিনি। ১৮ বলে ২১ রান থেকে পরে গিয়ার শিফট করেন তিনি। পরের ১০ বলে ৩১ রান তুলে নিয়ে হাঁকালেন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তার দ্বিতীয় ফিফটি।

এই সময়ে সবচেয়ে বেশি চড়াও হয়েছেন রাকিবুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিনের উপরে। ১৪ তম ওভারে রাকিবুলকে স্ট্যাম্প থেকে সরে গিয়ে লং অন আর ডিপ মিড উইকেট দিয়ে হাঁকান দুই বিশাল ছক্কা।

একই ভাগ্য বরণ করতে হয়েছে সাইফুউদ্দিনকেও। ঠিক পরের ওভারেই দুই ছক্কার পুনরাবৃত্তি ঘটালেন রাব্বি। এবার সাইফউদ্দিনের দুই বল সীমানার বাইরে আছড়ে ফেললেন ডিপ মিড উইকেট আর ডিপ ব্যাকওর্য়াড পয়েন্ট দিয়ে।

শেষ অবধি উইকেটের পিছে ক্যাচ দিয়ে ৩২ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। চট্টগ্রামের মাটিতে চলতি বিপিএলে প্রথম ইনিংসে গড় রান হয়েছে ১৫৮। রাব্বির তাণ্ডবে সেই গণ্ডি ছাড়িয়ে বড় সংগ্রহের পথে রাজশাহী।

Share via
Copy link