দল যখন গর্তের কিনারায়, তখনই ত্রাতা হিসেবে আগমন ঘটলো তরুন জায়ান্ট আয়ুশ বাদোনির। গড়লেন গুরুত্বপূর্ণ পার্টনারশীপ, হাঁকালেন অর্ধশতক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন তরুণ ক্রিকেটারের মেলা। আয়ুশ বাদোনী তাঁদেরই একজন। সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে হাল ধরলেন লখনৌ সুপার জায়ান্টসের এই ব্যাটার। ৬৬ রানে ৪ টি উইকেট খুইয়ে লখনৌয়ের অবস্থা যখন নাজুক, ঠিক তখনই রানের দূত হিসেবে আগমন আয়ুশের।
৩০ বলে খেলেছেন ৫৫ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। তবে তাঁর এই ইনিংসে ছিল না কোনো ছক্কার মার। মোট ৯ টি চার মেরেছেন ডান হাতি এই ব্যাটার। ১৮৩ এর চেয়ে কিছু বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি।
দলের বিপদে হাল ধরেছেন আয়ুশ। নিকোলাস পুরাণকে সাথে নিয়ে গড়েন ৫২ বলে ৯৯ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশীপ। যেখানে পুরান করেছে ২৬ বলে ৪৮ রানের অসাধারণ এক ইনিংস।
আইপিএল যতই শেষের দিকে এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তরুণ ক্রিকেটারের গুরুত্ব। অভিষেক শর্মা, মায়াঙ্ক যাদব কিংবা আয়ুশ বাদোনি সবাই ভূমিকা রাখছেন দলের জয়ে। এই তরুণ ক্রিকেটাররা আগুনের ফুল্কির ন্যায় থেকে থেকে জেগে উঠছে দলের প্রয়োজনে।
১১ ম্যাচে ৬ জয় নিয়ে লখনৌয়ের অবস্থান পয়েন্টস টেবিলের মাঝামাঝিতে। শীর্ষ চারে যেতে আগামী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প ভাবছে না লোকেশ রাহুলের দল। তবে সেই ম্যাচগুলোতে অবশ্যই নজর থাকবে এই তরুণ জায়ান্টের উপর।