ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গত কয়েকবছরে ভারতের ক্রিকেটারদের জীবনধারায় ব্যাপক পরিবর্তন এনেছে। ভারতের ঘরোয়া ক্রিকেটে কোন তরুণ ক্রিকেটার ভালো পারফর্ম করলেই তাঁদের চড়া দামে কিনে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজি গুলো। ফলে আইপিএলের সুবাদে বেশ মোটা অঙ্কের আয়ই করছেন তাঁরা।
ফলে জাতীয় দলে খেলার আগেই ভারতের তরুণ ক্রিকেটাররা অনেক টাকা কামানোর পাশাপাশি জনপ্রিয়ও হয়ে উঠছেন। এছাড়া আইপিএলে নিজেকে একবার প্রমাণ করতে পারলে তো দাম আরো বেড়ে যায়। আজ আমরা দেখবো এখনো ৩০ বছর না পেরোনোর পরও যারা আইপিএল থেকে বিপুল অর্থ উপার্জন করেছেন।
- জাসপ্রিত বুমরাহ (ভারত)
এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন জাসপ্রিত বুমরাহ। বিশেষ করে ডেথ ওভারে দারুণ কার্যকর তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলেও দারুণ সফল তিনি। এখন পর্যন্ত আইপিএলে শুধু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন। সবমিলিয়ে আইপিএল থেকে এখন পর্যন্ত ২৬ কোটি রূপি কামিয়েছেন তিনি।
- করুণ নায়ার (ভারত)
ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন করুণ নায়ার। তবে আইপিএলে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি কখনোই। কয়েকটি আসর খেলেছেন পাঞ্জাবের হয়ে। গতবছর পাঞ্জাবের হয়ে কয়েকটি ম্যাচে বেঞ্চেও বসে ছিলেন। তবে আইপিএল থেকে তিনিও ভালো টাকাই কামিয়েছেন। ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন পর্যন্ত কামিয়েছেন ২৬.৪৬ কোটি রূপি।
- শ্রেয়াস আইয়ার (ভারত)
তরুণ বয়সেই দিল্লী ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছেন শ্রেয়াস আইয়ার। আয়টাও বেশ ভালোই করেছেন আইপিএল থেকে। আমাদের এই তালিকার অষ্টম অবস্থানে আছেন শ্রেয়াস আইয়ার। এই মুহূর্তে দিল্লির সবচেয়ে দামী ক্রিকেটারও তিনি। এখন পর্যন্ত আইপিএলে ২৮.৮০ কোটি রূপি কামিয়েছেন তিনি।
- রশিদ খান (আফগানিস্তান)
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক হয়ে উঠেছেন এই আফগান তারকা। টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের সফলতম লেগ স্পিনারও এই রশিদ খান। এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন তিনি। তাঁকেও হায়দ্রাবাদ চড়া দামেই কিনেছিল। আইপিএল থেকে এখন অবধি ৩১ কোটি রূপি কামিয়েছেন এই লেগ স্পিনার।
- হার্ডিক পান্ডিয়া (ভারত)
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের আরেক তারকা ক্রিকেটার হার্ডিক পান্ডেয়া। আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাট-বল হাতে দারুণ প্রমানিত তিনি। শেষের দিকে ব্যাট হাতে দ্রুত রান করে দিতে পারেন আবার বল হাতেও দারুণ কার্যকর তিনি। ২০১৫ সালে মাত্র ১০ লাখ রূপিতে তাঁকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে এখন অবধি সবমিলিয়ে ৩৩.৩০ কোটি রূপি কামিয়েছেন এই অলরাউন্ডার।
- জয়দেব উনাদকাত (ভারত)
দীর্ঘদিন ধরেই আইপিএল খেলছেন জয়দেব উনাদকাত। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলেছেন তবে রাজস্থান রয়্যালসের হয়েই সবচেয়ে বেশি সফল তিনি। রাজস্থান তাঁকে কিনেছিল প্রায় ১২ কোটি রূপিতে। সবমিলিয়ে আইপিএল থেকে এখন অবধি ৩৩.৪১ কোটি রূপি কামিয়েছেন তিনি।
- ঋষাভ পান্ত (ভারত)
ভারতের ক্রিকেটের আরেক বড় পাওয়া ঋষাভ পান্ত। ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান তিন ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএল দুই জায়গাতেই সফলতা পেয়েছেন তিনি। তরুণ এই ক্রিকেটার এখন খেলছেন দিল্লীর হয়ে। আইপিএল থেকে তাঁর মোট আয়ের পরিমান ৩৪.৮০ কোটি রূপি।
- লোকেশ রাহুল (ভারত)
টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম সফল ওপেনারদের একজন লোকেশ রাহুল। আমাদের এই তালিকারও তৃতীয় অবস্থানে আছেন তিনি। বর্তমানে তিনি আইপিএলে খেলছেন কিংস এলিভেন পাঞ্জাবের হয়ে। শুধু গত তিন আসরেই তিনি কামিয়েছেন ৩৩ কোটি রূপি। সবমিলিয়ে আইপিএল থেকে তাঁর আয় ৩৭.১০ কোটি রূপি।
- সাঞ্জু স্যামসন (ভারত)
আইপিএলের আরেক তারকা ক্রিকেটার সাঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালের অধিনায়কত্বের দায়িত্বেও আছেন তিনি। ব্যাট হাতেও বেশ কার্যকর তিনি। যদিও তাঁর শুরুটা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আইপিএল থেকে তাঁর আয় এখন পর্যন্ত ৪০.৫৮ কোটি রূপি।
- বেন স্টোকস (ইংল্যান্ড)
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে কার্য্যকর অলরাউন্ডারদের একজন বেন স্টোকস। আইপিএলে তিনি খেলছেন রাজস্থান রয়্যালসের হয়ে। আমাদের এই তালিকার সবচেয়ে আয় করা ক্রিকেটারও তিনি। এই লিগ থেকে এখন পর্যন্ত স্টোকসের আয় ৫২ কোটি রূপি।