২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ভক্তদের মনে তৈরি করছে এক নতুন উদ্দীপনা। জেদ্দায় দুই দিন ব্যাপি আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়। মোট ৫৭৭ জন খেলোয়াড়ের মধ্যে ১৮২ জন খেলোয়াড় দল পেয়েছেন।
এবারের নিলামে ফ্র্যাঞ্চাইজি গুলোর তরুণ খেলোয়াড়দের উপর বেশি ঝোঁক দেখা গিয়েছে। এর ফলস্বরূপ দলগুলো অনেক তরুণ খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এক নজরে দেখে আসা যাক এই আইপিএল মৌসুমের সবথেকে তরুণ খেলোয়াড়দের দিকে।
- বৈভব সুরিয়াভানশি (১৩ বছর,২৪৩ দিন)
দিল্লী ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস মধ্যে এক দুর্দান্ত বিডিং লড়াই ঘটে তরুণ বৈভব সুরিয়াভানশির জন্য। ১.১০ কোটি রুপির বিনিময়ে রাজস্থান রয়্যালস তাকে দলে টানতে সক্ষম হয়। এর মাধ্যমে তিনি বনে যায় আইপিএল ইতিহাসের সবথেকে তরুণ খেলোয়াড়।
এ বছরের শুরুতে, বিহারের হয়ে রঞ্জি ট্রফিতে এই তরুণের প্রথম সারির ক্রিকেটে অভিষেক হয়। ভারত অনূর্ধ্ব ১৯ দলের হয়ে তিনি এর আগে টেস্ট খেলেছেন। তবে তা ছিল অনানুষ্ঠানিক ম্যাচ। প্রথম ম্যাচে একটি সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ভারতের ক্রিকেট মহলে তার জানান দিয়েছেন।
- আন্দ্রে সিদ্ধার্থ ( ১৮বছর ৮৯দিন)
তামিল নাড়ুর তরুণ আন্দ্রে সিদ্ধার্থকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। তার ভিত্তি মূল্য ৩০লাখ রুপির বিনিময়ে তাকে দলে টানতে সক্ষম হয় চেন্নাই। এই আইপিএল মৌসুম তার জন্য হতে চলেছে দ্বিতীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
এর আগে তিনি ২০২৪ তামিল নাড়ু প্রিমিয়ার লিগে খেলেছেন। এই তরুণ তাঁর লাল বলের ক্যারিয়ার খুব ভাল ভাবেই শুরু করেছেন। তিনি রঞ্জি ট্রফিতে তামিল নাড়ুর হয়ে ৬ম্যাচে ৩৭২ রান করেছেন যা গড়ে ৯৩।
- কিউনা মাফাকা (১৮বছর, ২৩১দিন)
রাজস্থান রয়্যালস ১.৫ কোটি রুপির বিনিময়ে কিউনা মাফাকাকে দলে ভেরায়। শেষ মৌসুমে এই তরুণ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন। যদিও তিনি মাত্র ২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি পার্ল রয়্যালের হয়ে বেশ ভালো পারফর্ম করেছিলেন। কঠোর পরিশ্রম এবং অনুশীলনের বলে তাঁর নিজেকে শাণিত করবার বেশ সুযোগ রয়েছে।
- আল্লাহ গাজানফার (১৮বছর, ২৪০দিন)
আল্লাহ গাজানফারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই নিলামের দৌড়ে ঢোকার আগে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু বেশ লড়াই জমিয়েছিলেন এই তরুণের জন্য।
তিনি শেষ আইপিএল মৌসুমে কলকাতার দলে থাকলেও কোন ম্যাচে তিনি সুযোগ পাননি। ১৮বছর বয়সী এই তরুণ ইতোমধ্যেই আফগানিস্তানের জন্য ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
- স্বস্তিক চিকারা (১৯বছর, ২৩৮দিন)
রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালুরু স্বস্তিক চিকারাকে তাঁর ভিত্তি মূল্য ৩০ লাখ রুপির বিনিময়ে দলে নিয়েছে। শেষ মৌসুমে তিনি দিল্লী ক্যাপিটালস দলে ছিলেন। এই ওপেনিং ব্যাটারের বড় বড় বাউন্ডারি হাঁকানোর দক্ষতা রয়েছে।
তাঁর এই দক্ষতার দেখা মিলেছিল এ বছরের উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে। তিনি এই টুর্নামেন্টের ৪৯৯ রান করার মাধ্যমে সর্বাধিক রান সংগ্রহ করা ব্যাটারের খেতাব জিতেছিলেন। তিনি মাঝে মধ্যে অফ স্পিন বলও করে থাকেন।
তরুণদের এই দলে ভেড়ানো দেখে বোঝাই যাচ্ছে, এবারের আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায় মনোযোগী। বৈভব সুরিয়াভানশির মতো প্রতিভাধর খেলোয়াড়ের অন্তর্ভুক্তি ক্রিকেটপ্রেমীদের মাঝে আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
এখন দেখার বিষয়, এই তরুণ খেলোয়াড়রা তাদের প্রতিভা দিয়ে আইপিএল ২০২৫-এ নিজেদের প্রমাণ করতে পারেন কি-না। আইপিএলের এই নতুন প্রজন্ম কি দর্শকদের আশা পূরণ করতে পারবে? সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে টুর্নামেন্ট শুরু হওয়া পর্যন্ত।