১৭ বছরেই কিশোর অধিনায়ক!

তরুণ না বলে তাঁকে কিশোর বলাই শ্রেয়। বয়স এখনও ১৮-ই হয়নি। ১৭ বছর ৩১১ দিন বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেদের মধ্যে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হয়ে রেকর্ড গড়ে ফেলছেন তিনি। তিনি ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ।

তরুণ না বলে তাঁকে কিশোর বলাই শ্রেয়। বয়স এখনও ১৮-ই হয়নি। ১৭ বছর ৩১১ দিন বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে ছেলেদের মধ্যে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হয়ে রেকর্ড গড়ে ফেলছেন তিনি। তিনি ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ।

সাইপ্রাসের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্বে অভিষেক এই তরুণের।পেছনে ফেললেন ফ্রান্সের নোমান আমজাদকে, যিনি ১৮ বছর ২৪ দিন বয়সে অধিনায়কত্ব শুরু করেছিলেন।

টি-টোয়েন্টিতে দু’টো দেশের জাতীয় দল মুখোমুখি হলেই সেটা আন্তর্জাতিক ম্যাচ। আইসিসির এই নিয়মকরণ করার পর থেকেই রেকর্ড গড়ার ধুম লেগেছে।

সেই রেকর্ডেই নতুন সংযোজন ভুকুসিচ। তবে রেকর্ড থাকলেও খেলার ভাগ্যে ভাগ্য কিছুটা খানিকটা অনুকূল ছিল না।অধিনায়কত্বে প্রথম তিন ম্যাচেই হেরেছে ক্রোয়েশিয়া।

প্রথম ম্যাচে নিজের বোলিংয়ে নেন ১ উইকেট, ব্যাট হাতে করেন ৪৩ রান। পরের ম্যাচে ২৩ রানের ইনিংস খেলে বোলিংয়ে দুই উইকেট নেন।

আন্তর্জাতিক ছেলেদের ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে রশিদ খান নামটি আলাদা। ২০১৮ সালে ১৯ বছর ১৬৫ দিনে ওয়ানডেতে অধিনায়কত্ব পেয়ে, ২০১৯ সালে ২০ বছর ৩৫০ দিনে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক করেন আফগান লেগ স্পিনার।

সে যাই হোক, জ্যাক ভুকুসিচের রেকর্ডের চেয়েও বড় প্রশ্ন ক্রোয়েশিয়াও যে ক্রিকেট খেলে – তা জানত ক’জন? সম্ভবত, এই রেকর্ড না হলে জানাই যেত না!

Share via
Copy link