ফুটবল দুনিয়ায় সবাই রাজা হওয়ার মৌসুম

২০২৪-২৫ মৌসুমে একের পর এক ক্লাব তাদের বহু বছরের আক্ষেপ ঘুচিয়েছে। ফুটবল মৌসুমটা যেন ট্রফির দুঃখ মুছে দিয়েছে। যেখানে অপেক্ষার প্রহর ফুরিয়েছে, ভাঙা স্বপ্ন জোড়া লেগেছে। জয় এসেছে শুধুই ট্রফির নয়, জয় এসেছে বিশ্বাস আর লড়াইয়ের৷

২০২৪-২৫ মৌসুমে একের পর এক ক্লাব তাদের বহু বছরের আক্ষেপ ঘুচিয়েছে। ফুটবল মৌসুমটা যেন ট্রফির দু:খ মুছে দিয়েছে। যেখানে অপেক্ষার প্রহর ফুরিয়েছে, ভাঙা স্বপ্ন জোড়া লেগেছে। জয় এসেছে শুধুই ট্রফির নয়, জয় এসেছে বিশ্বাস আর লড়াইয়ের৷

শুরুটা নিউক্যাসল ইউনাইটেড দিয়ে। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে এক ঐতিহ্যবাহী নাম হলেও, শেষ ট্রফির দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৭১ বছর। অবশেষে টাইনের শহরে ফিরে এসেছে উৎসবের আলো। এই মৌসুমে তারা সেই অতীত ব্যর্থতার গ্লানি মুছে দিয়ে জয় ছিনিয়ে এনেছে। বহু দশক পর নিউক্যাসলের সমর্থকদের মুখে ফুটেছে ফুরিয়ে যাওয়া হাসি।

ইতালিতে ফিরেছে বলনিয়ার গৌরব। সিরি ‘এ’র একসময়কার খ্যাতনামা ক্লাবটি ৫১ বছর পর ঘরে তুলেছে বড় শিরোপা। দীর্ঘদিন হারিয়ে থাকা ঐতিহ্য ও আত্মবিশ্বাস নতুন করে ফিরে পেয়েছে বলনিয়া, ফিরে পেয়েছে তাদের আত্মপরিচয়।

আরেক অবিশ্বাস্য অধ্যায় রচনা করেছে ক্রিস্টাল প্যালেস। ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো একটি বড় ট্রফি জয় করে চমকে দিয়েছে ফুটবলবিশ্বকে। যারা লিগ টেবিলের নিচে পড়ে থাকাকেই নিয়তি মনে করেছিল, তারা এখন বিজয়ের মঞ্চে। লন্ডনের সেলহার্স্ট পার্কে এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে একটি প্রজন্ম।

ইংল্যান্ডে পুরনো এক আক্ষেপ ঘোচালো টটেনহ্যাম হটস্পার। ২০০৮ সালের পর ট্রফির মুখ দেখেনি ক্লাবটি। প্রতি মৌসুমে নতুন আশা, নতুন পরিকল্পনা—তবু শিরোপা অধরা। কিন্তু ২০২৪-২৫ মৌসুমে সেই শাপমোচন ঘটেছে। ১৭ বছরের অপেক্ষা শেষে ট্রফি ঘরে তুলে সোনালি এক অধ্যায় যুক্ত করেছে টটেনহ্যাম।

সবশেষে, মৌসুমের সবচেয়ে বড় খবর—পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়। ইউরোপের এই সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফির জন্য তারা খরচ করেছে কোটি কোটি ইউরো, এনেছে মেসি, নেইমার, এমবাপ্পের মতো তারকা। কিন্তু ট্রফি ছিল অধরা। সেই পিএসজি এবার এক নতুন দল নিয়ে অবশেষে জিতলো চ্যাম্পিয়ন্স লিগ। এই জয় শুধু ক্লাবের জন্য নয়, গোটা ফ্রেঞ্চ ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

এই পুরো মৌসুমটাই যেন ফুটবলের জন্য এক রূপকথার পাণ্ডুলিপি। যাদের স্বপ্ন ভেঙেছিল, তারা নতুন করে স্বপ্ন দেখেছে। যারা হেরেছিল, তারা লড়াই করে জিতেছে। ফুটবল আবারও প্রমাণ করে দিয়েছে—এখানে কিছুই অসম্ভব নয়।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link