আইপিএল সেরা কোহলির দু:খ ঘুচবে কি?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) ইতিহাসে একমাত্র ব্যাটার যিনি পাঁচ বার পেরিয়েছেন ৬০০ রানের গন্ডি, নামটা— বিরাট কোহলি। আইপিএলে তাঁর যাত্রাটা শুরু ২০০৮ সালে। তবে সেই শুরটা ছিলো ভুলে যাওয়ার মতোই। ২০১১ সাল পর্যন্ত তাঁর সাদামাটা পারফরম্যান্স দেখে বোঝার উপায় ছিলো এই কোহলিই হবেন আইপিএলে সেরাদের একজন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে একমাত্র ব্যাটার যিনি পাঁচ বার পেরিয়েছেন ৬০০ রানের গন্ডি, নামটা— বিরাট কোহলি। আইপিএলে তাঁর যাত্রাটা শুরু ২০০৮ সালে। তবে সেই শুরটা ছিলো ভুলে যাওয়ার মতোই। ২০১১ সাল পর্যন্ত তাঁর সাদামাটা পারফরম্যান্স দেখে বোঝার উপায় ছিলো এই কোহলিই হবেন আইপিএলে সেরাদের একজন।

বিরাট কোহলি নিজের জাত চেনাতে শুরু করেন ২০১৩-আইপিএলে। সেই বছর ব্যাট হাতে ৬৩৪ রান করেন, গড় ৪৫.২৮ ও স্ট্রাইক রেট ১৩৮.৭৩ নিয়ে। আর এরপর থেকেই মূলত কোহলির ‘রেকর্ডবুক’ যাত্রা শুরু হয়।

সবচেয়ে নজরকাড়া পারফরম্যান্স আসে ২০১৬ সালে। কোহলি এক আসরেই ৯৭৩ রান করেন, যা এখনও পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ। গড় ছিল ৮১.০৮ এবং স্ট্রাইক রেট ১৫২.০৩।

২০১৬ মৌসুমের আগপর্যন্ত যে বিরাটের একটিও শতক ছিলো তিনিই ওই মৌসুমে হাঁকান চার শতক। কোহলি এমন দানবীয় পারফরম্যান্সের পরও সেবার ফাইনাল হারতে হয় রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।

কোহলি আবারও ৬০০ রান পার করেন ২০২৩ সালে।সেবার ৬৩৯ রান করেন, যার মধ্যে ছিল ছয়টি ফিফটি ও দুটি শতক। এর পর ২০২৪ সালে আরও উন্নতি করে ৭৪১ রান করেন গড় ৬১.৭৫ ও স্ট্রাইক রেট ১৫৪.৭০। এই মৌসুমেও প্লেঅফ খেলে আরসিবি তবে শেষ পর্যন্ত ট্রফির ছোঁয়া পায়নি দলটি।

চলতি আসরেও সেই চিরচেনা কোহলির ফর্মের তেজ দৃশ্যমান। ১৪ ম্যাচে ৬১৪ রান, গড় ৫৫.৮২ আর স্ট্রাইক রেট ১৪৬.৫৪। সেঞ্চুরি না পেলেও রয়েছে আটটি ফিফটি। এবারও আইপিএল ফাইনালে তাঁর দল, অধরা ট্রফির ছুঁতে বাকী এক জয়ের বাধা।

কোহলির ঝুলিতে এখন পর্যন্ত ২৬৬ ম্যাচে রান রয়েছে ৮,৬১৮, যা একক ফ্র্যাঞ্চাইজি থেকে সবচেয়ে বেশি। তবে ট্রফি জয়ের অভাবই এখনো তাঁর বড় দুঃখ। আগামী ৩ জুন, আহমেদাবাদের ফাইনালে সেই দুঃখ ঘুচবে কি কোহলির? নাকি দিনশেষে আক্ষেপটা সঙ্গী হবে এই কিংবদন্তির।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link