কলকাতার দৈন্য দশা অব্যাহত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। কলকাতার করা ৬ উইকেটে ১৫৪ রানের জবাবে ২১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লী ক্যাপিটালস।

সাত ম্যাচ খেলে এই নিয়ে পঞ্চম বারের মত হারের মুখ দেখলো ইয়ন মরগ্যানের দল। অন্যদিকে, সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতেছে দিল্লী ক্যাপিটালস দল।

এদিন মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লী ক্যাপিটালসের অধিনায়ক ঋষাভ পান্ত। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে কলকাতা করে ২৫ রান। দলীয় ২৫ রানে নিতিশ রানাকে ফিরিয়ে কলকাতা শিবিরে প্রথম আঘাত হানেন অক্ষর প্যাটেল।

দ্বিতীয় উইকেটে ৪৪ রানে জুটির পথে ১৭ রান করে আউট হন রাহুল ত্রিপাঠি। এরপর দলের ৫ রান যোগ করতেই একই ওভারে এক বলের ব্যবধানে ২ বলে শূন্য রানে মরগান ও প্রথমে বলেই গোল্ডেন ডাকে আউট হন সুনীল নারাইন! আবারও ব্যাট হাতে ব্যর্থ তিনি। ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে তখন বিপাকে কলকাতা।

কিছুদূর না যেতেই দলীয় ৮২ রানে একপ্রান্তে আগলে রাখা শুভমান গিলও ফেরেন ৩৮ বলে ৪৩ রান করে। দলীয় ৮২ রানেই কলকাতার অর্ধেক ব্যাটসম্যান তখন প্যাভিলিয়নে! ষষ্ঠ উইকেটে দীনেশ কার্তিকের এক ছয় এক চারে ১০ বলে ১৪ রানে আশার আলো দেখালেও তিনিও ফেরেন দ্রুতই!

একপ্রান্তে তখনো ঠায় দাঁড়িয়ে আন্দ্রে রাসেল। আরেকপ্রান্তে তার সাথে জুটি গড়েন প্যাট কামিন্স। ১৭ ওভারে দলের স্কোর ছয় উইকেটে ১১২ রান। আন্দ্রে রাসেল ১৮ বলে অপরাজিত ছিলেন মাত্র ১৬ রানে!

শেষ তিন ওভারে আন্দ্রে রাসেল ঝড়ে ৪২ রান তুলে কলকাতা নাইট রাইডার্স। সেই সাথে ২৭ বলে ২ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৪৫ রান করেন আন্দ্রে রাসেল! প্রথম ১৮ বলে ১৬ রান করা রাসেল শেষ ৯ বলে করেন ২৯ রান! শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে কলকাতা নাইট রাইডার্স। ১৩ রানে দুই উইকেট নেন ললিত যাদব ও ৩২ রানে দুই উইকেট নেন অক্ষর প্যাটেল।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম ওভারের প্রথম বলে ওয়াইড, এর পর প্রথম ওভারের বাকি ৬ লিগ্যাল ডেলিভারির ছয়টিতেই চার মারেন দিল্লির ওপেনার পৃথ্বী শ! আজিঙ্কা রাহানের পর আইপিএলে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি করেন তিনি।

মাত্র ১৮ বলেই শ তুলে নেন দুর্দান্ত ফিফটি; যা কিনা এবারের আসরের দ্রুততম ফিফটি। এছাড়া দিল্লির হয়ে এটি তৃতীয় দ্রুততম ফিফটি। ১৩.৫ ওভারে ওপেনিং জুটিতেই আসে ১৩২ রান! ১৩২ রান কামিন্সের বলে লেগ বিফোরের শিকার হয়ে শিখর ধাওয়ান আউট হলে প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ঋষাভ পান্তের ক্যামিওতে দিল্লীর জয় আরো সহজ হয়ে যায়।

তবে শেষ দিকে যখন দলের জয়ে আর ৯ রান প্রয়োজন তখনই ৪১ বলে ৮২ রান করে ক্যাচ দিয়ে ফিরেন পৃথ্বী শ। একই ওভারে ৮ বলে ১৬ রানের ক্যামিওতে ফেরেন অধিনায়ক পান্ত। শেষ পর্যন্ত ২১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link