বিতর্ক মাথায় নিয়েই পর্দা উঠতে চলেছে দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল)। কিন্তু সেই বিতর্ক তরুণ ক্রিকেটারদের খুব একটা ছুঁয়ে যায় না। তাদের জন্য এটা নিজেকে প্রমাণে বেশ বড়সড় মঞ্চ। যাদের জন্য এখনও খোলেনি জাতীয় দলের দুয়ার, এমন ক্রিকেটাররা নিজেদের যাচাই করেন মূলত এই ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে। এমন কিছু ব্যাটার রয়েছেন যাদের দিকে তাই এবার রাখতে হচ্ছে বাড়তি নজর।
এই যেমন হাবিবুর রহমান সোহান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে তিনি দূর্দান্ত ব্যাটিং করেছেন। এবারে তিনি নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে মাঠে নামবেন। তার দলের অন্দরমহলে কোন্দল কিংবা মনমালিন্য রয়েছে। তবুও তিনি নিশ্চয়ই মুখিয়ে আছেন, নিজের সেরাটা নিঙড়ে দিতে। তার সক্ষমতা প্রদর্শনে তিনি যে সকল ক্ষেত্রেই দক্ষ, সে প্রমাণ নিশ্চয়ই তিনি দিতে চাইবেন।
জিসান আলমও সেই ধারাবাহিকতায় নিজের আক্রমণাত্মক সত্ত্বার পূর্ণ বিকাশ ঘটাতে মুখিয়ে আছেন। রাজশাহী ওয়ারিয়ার্সের মত একটা গোছানো দলে তিনি সুযোগ পেয়েছেন। পাশাপাশি হান্নান সরকারের মত একজন কোচ রয়েছেন সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য। পাশে পাচ্ছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্তর মত অভিজ্ঞ ক্রিকেটারদের। তাদের কাছ থেকে শেখার নিশ্চয়ই অনেক কিছু আছে।

অন্যদিকে বয়সভিত্তিক পর্যায় থেকে উঠে আসা আরিফুল ইসলাম, গেল আসরে চ্যাম্পিয়ন দলে ছিলেন তিনি। কিন্তু আফসোস তারকা ও অভিজ্ঞ খেলোয়াড়দের ভীড়ে একটি ম্যাচেও সুযোগ মেলেনি তার। এবার সুযোগ আসার সম্ভাবনা প্রবল। সিলেট টাইটান্সের জার্সিতে আরিফুল হয়ত বোঝাতে চাইবেন, সত্যিকার অর্থেই তিনি ভবিষ্যতের কাণ্ডারি।
অন্যদিকে ঘরোয়া সার্কিটে বেশ স্বল্প সময়ের মধ্যে আলোচনা চলে এসেছেন ইফতেখার হোসেন ইফতি। তরুণ এই বা-হাতি ব্যাটার এবার খেলতে চলেছেন রংপুর রাইডার্সের জার্সিতে। বিপিএল শুরুর আগে হওয়া একমাত্র প্রস্তুতি ম্যাচে তিনি ফিফটি হাকিয়েছিলেন, রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে। সুতরাং তার জন্যও এবারের বিপিএল প্রমাণের মঞ্চ।
তেমনই আরেক নাম, মাহফিজুল ইসলাম রবিন। আক্রমণাত্মক ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য তার। সর্বশেষ এনসিএলে ঢাকা মেট্রোর হয়ে ব্যাটিং করেছিলেন প্রায় ১৪০ স্ট্রাইকরেটে। চট্টগ্রাম রয়্যালসের মত বিতর্কিত দলের প্রতিনিধিত্ব করতে হচ্ছে তাকে। যদিও সেসব নিয়ে হয়ত তিনি চিন্তিত নন। বরং তার সমস্ত মনোযোগের কেন্দ্রে আছে পারফরমেন্স।

ঢাকা ক্যাপিটালসের আবদুল্লাহ আল মামুনও রয়েছেন এই তালিকায়। যিনি কি-না নিজের সামর্থ্যের ঝলক দেখাতে চাইবেন এবারের বিপিএলে। এই ছয় দলের এই ছয় তরুণ ব্যাটারদের তাই দর্শকরা বাড়তি নজরদারিতে রাখতেই পারেন। কেননা এদের মধ্যে থেকেই কেউ একজন বনে যেতে পারে আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কাণ্ডারিদের একজন।











