বিপিএলের ‘ভবঘুরে’ মুশফিক

১০ আসরে ৯ টা ভিন্ন ফ্রাঞ্চাইজি! মুশফিককে বিপিএলের ‘ভবঘুরে’ না বলে উপায় কই! সর্বশেষ আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা এ উইকেটরক্ষক ব্যাটারের এবার নতুন ঠিকানা ফরচুন বরিশালে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শীর্ষ দুই রান সংগ্রাহক ব্যাটারের মধ্যে একজন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এ টুর্নামেন্টের সূচনালগ্ন থেকেই ছিলেন বেশ ধারাবাহিক।

সর্বশেষ আসরেও করেছিলেন টুর্নামেন্টের সপ্তম সর্বোচ্চ ৩৫৭ রান। সিলেট স্ট্রাইকার্সকে ফাইনাল তুলতে রেখেছিলেন দারুণ অবদান। ফাইনালের মঞ্চে পেয়েছিলেন ফিফটিও। তবে শিরোপা জেতা হয়নি।

শুধু গত বিপিএলেই নয়, মুশফিকের বিপিএল ভাগ্য সুপ্রসন্ন হয়নি কোনো আসরেই। এখন পর্যন্ত বিপিএলের ৯ আসরে কখনোই শিরোপার স্বাদ নেওয়া হয়নি এ উইকেটরক্ষক ব্যাটারের। এবার সেই অধরা শিরোপার খোঁজেই মুশফিকের নতুন ঠিকানা ফরচুন বরিশালে।

বিস্ময়কর ব্যাপার হলো, ১০ আসরের বিপিএলে এটা মুশফিকের নবম ফ্রাঞ্চাইজি। এর আগে আরো আটটি ফ্র্যাঞ্চাইজিতে খেলেছিলেন মুশফিক। যদিও এর মধ্যে ৩ বারই খেলেছেন সিলেটে ভিন্ন ৩ টি ফ্রাঞ্চাইজিতে।

শুরুতে খেলেছিলেন সিলেট রয়্যালসের হয়ে। এরপর সিলেট সুপারস্টার্স হয়ে শেষ আসরে নাম লিখিয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সে।এ ছাড়া তিনি চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী, রাজশাহী কিংস ও খুলনা টাইগার্সের হয়েও খেলেছেন।

তবে বরিশালের হয়ে এবারই কিন্তু প্রথম খেলছেন না মুশফিক। ২০১৬ সালের বিপিএলে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন তিনি। গত মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা মুশফিককে অবশ্য এবার ধরে রাখতে পারতো সিলেট ফ্রাঞ্চাইজি। কিন্তু মাশরাফি, শান্ত, জাকির ও তানজিম সাকিবকে ধরে রাখায় ছেড়ে দিতে হয়েছে মুশফিককে।

সিলেট শিবির ছেড়ে ফরচুন বরিশালে নাম লেখানো মুশফিক অবশ্য সতীর্থ হিসেবে পাচ্ছেন পুরনো বন্ধুদেরই। একই দলে তাঁর সাথে খেলবেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার।

এ ছাড়া বিদেশি ক্রিকেটার ভেড়ানোর দিকেও তেমন পিছিয়ে নেই ফরচুন বরিশাল ফ্রাঞ্চাইজি। এখন পর্যন্ত তাঁরা ইব্রাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি ও দুনিথ ভেল্লালাগেকে দলে ভিড়িয়েছে।

মুশফিকের মতোই কখনো বিপিএল শিরোপা জেতা হয়নি ফরচুন বরিশালেরও। তাদের সেরা সাফল্য ২০২২ বিপিএলে রানার্স আপ হওয়া। বিপিএল ক্যারিয়ারে মুশফিক ফাইনালের মঞ্চে দুই বার পা রেখেও ফিরেছেন খালি হাতে। এবার একই বিন্দুতে মিলিত হয়েছে মুশফিক আর ফরচুন বরিশাল।

দুই পক্ষেরই আক্ষেপ, বিপিএল শিরোপা না জেতা। ফরচুন বরিশালে বিপিএল ভাগ্য বদলাবে কিনা তা সময়ই বলে দিবে। তবে ফরচুন বরিশালের ভাগ্য বদলালে বিপিএল ভাগ্য বদলে যাবে মুশফিকেরও। বিপিএল শিরোপার আক্ষেপ হয়তো তখন কেটে যেতে পারে ‘ভবঘুরে’ মুশফিকের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...