‘ক্ষমার অযোগ্য অপরাধ’ করেছেন সাকিব?

অ্যাঞ্জেল ম্যাথুস, টাইমড আউট আর সাকিব আল হাসান – ক্রিকেট বিশ্বে ঘুরে ফিরে এই কয়েকটি শব্দ বেশি শোনা যাচ্ছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে প্রথমবারের আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হয়েছিলেন ম্যাথুস, এরপরই ফুঁসে উঠেছেন তিনি সহ পুরো শ্রীলঙ্কা দল। ম্যাচ শেষে টাইগারদের সাথে সৌহার্দ্য বিনিময় করতেও আসেনি কুশল মেন্ডিসের দল।

এখানেই শেষ নয়, পরবর্তী সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন লঙ্কান অলরাউন্ডার। সেখানে তিনি দেখান যে আউট হওয়ার ১ মিনিট ৫৫ সেকেন্ডের মধ্যেই ব্যাটিং প্রান্তে পৌঁছে ছিলেন।

আর সেটারই সূত্র ধরে এবার সরব হয়েছেন দেশটির কিংবদন্তি ব্যাটার সনাথ জয়াসুরিয়া। ‘এক্স’-এ নিজের একাউন্ট থেকে ম্যাথুসের সমর্থনে একটি পোস্ট করেছেন তিনি; একই সাথে আম্পায়ারদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

সাবেক এই তারকা আলোচিত ভিডিওটি শেয়ার করে লিখেছিলেন যে, ‘অ্যাঞ্জেলোর সাথে সেদিন যা হয়েছে তাতে খুবই হতাশ। প্রতিদ্বন্দ্বিতা করা ভাল, কিন্তু ক্রিকেট ভদ্রলোকের খেলা সেটা ভুলে যাওয়া ক্ষমার অযোগ্য অপরাধ। আম্পায়ারদেরও আরো দায়িত্বশীল হওয়া উচিত ছিল কেননা এটা এখন স্পষ্ট সে সময়ের মধ্যেই উপস্থিত ছিল।’

জয়াসুরিয়া ছাড়াও আরো অনেকেই অবশ্য ‘স্পিরিট অব ক্রিকেট’-এর বিরোধী মনে করছেন টাইগার অধিনায়কের এমন আপিলকে। আবার কেউ বলছেন ইকুইপমেন্ট ম্যালফাংকশন বিবেচনায় আম্পায়ারদের আউট দেয়ার প্রয়োজন ছিল না।

কিন্তু আম্পায়াররা জানিয়ে দিয়েছেন যে তাঁরা যা করেছেন নিয়ম মেনেই করেছেন। মাঠে আসতেই দেরি করে ফেলেছিলেন লঙ্কান অলরাউন্ডার; এরপরও দ্রুত গার্ড নেয়ার পরিবর্তে সতীর্থ ব্যাটারের সঙ্গে কথা বলতে গিয়ে সময়ক্ষেপণ করেন তিনি। সেসময় তাঁকে সময়ের ব্যাপারে সতর্কও করা হয়েছিল।

আবার হেলমেট ইস্যুতেও আম্পায়ারদের অনুমতি না নিয়েই সরাসরি ড্রেসিংরুমের সাহায্য চেয়েছিলেন এই ডানহাতি। সবমিলিয়ে তাই টাইমড আউট হওয়ার পিছনে সাকিব কিংবা আম্পায়ারদের চেয়ে নিজেকেই বেশি দোষী ভাবা উচিত ম্যাথুসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link