এক থেকে পাঁচ সবার রান টপকেছে হাফ সেঞ্চুরির গণ্ডি। এমন ঘটানা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ঘটেছে স্রেফ তিনবার। প্রথম দু’বার যাদের বিপক্ষে এমনটা হয়েছিল তৃতীয়টা তাদেরই অর্জন করা। দলটা ভারত। অপ্রতিরোধ্য, অজেয় ভারত।
এবারের ওয়ানডে বিশ্বকাপে ভারত যেন ছুটছে তার দূর্বার গতিতে। ব্যাটারদের মধ্যে রোহিত শর্মা, বিরাট কোহলিরা তো অন্যদের সাথে পাল্লা দিয়ে রান তুলছেন। নিজেদের মধ্যেই তাদের স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলমান। অন্যদিকে বোলিং ইউনিটটাও রয়েছে আগুনে ফর্মে।
তাইতো প্রতিপক্ষ যেই হোক, সে রীতিমত ভষ্ম হয়ে যাচ্ছে ভারতের সামনে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নেদারল্যান্ডসের নাম। ভারতের ব্যাটারদের তাণ্ডবে ৪১১ রানের লক্ষ্যমাত্রা পেয়েছে ইউরোপের দেশটি। সে যাত্রায় ভারতের প্রথম থেকে পঞ্চম, পাঁচ ব্যাটারই করেছেন পঞ্চাশোর্ধ রান।
রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে হাজির শুভমন গিল। এই দুইজনের মধ্যে লড়াই হল, দ্রুত রান তোলার। সেখানে অবশ্য এদফা গিল করলেন জয়লাভ। ৩২ বলে ৫১ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন শুভমান গিল। ওদিকে রোহিত শর্মা ৫৪ বলে করেন ৬১।
এরপর ধারাবাহিকভাবে রানের চাকা সচল রাখা বিরাট কোহলি পেরিয়েছেন পঞ্চাশ। তিনিও থেমেছেন ৫১ রান। বল অবশ্য খানিক বেশিই খরচ করেছেন। ৫৬টি বল খরচ করেছেন বিরাট। সেটাও পরিস্থিতি বিচারে। এর পরের দু’জন আবার পেয়েছেন শতক।
সেখানে লোকেশ রাহুল যেন আগ্রাসনের ধারক হয়ে হাজির হয়েছে বাইশ গজে। মাত্র ৬২ বলে সেঞ্চুরি তুলে নেন রাহুল। থেমেছেন ৬৪ বলে ১০২ রান করে। তবে আরেক প্রান্তে থাকা শ্রেয়াস আইয়ার অবশ্য অল্পতে সন্তুষ্ট হননি। সুযোগ থাকলে আরও কিছু রান তিনি নিশ্চয়ই করতেন। বিশাল সব ছক্কার মারে শ্রেয়াসের সংগ্রহ ১২৮। ৯৪টি বল খেলেও তিনি ছিলেন অপরাজিত।
এই যে টানা পাঁচ ব্যাটার পঞ্চাশোর্ধ রান করলেন, এই ঘটনার সাথে কিন্তু ভারত পূর্বপরিচিত। তাদের বিপক্ষেই অস্ট্রেলিয়া দু’দফা এমনটি করেছে। ২০১৩ সালে জয়পুরে, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার শুরুর পাঁচ ব্যাটার ৫০ বা তার বেশি রান করেছিলেন।
সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘটেছিল সেই ঘটনা। অ্যারন ফিঞ্চ, ফিলিপ হিউজেস, শেন ওয়াটসন, জর্জ বেইলি ও গ্লেন ম্যাক্সওয়েল প্রত্যেকেই হাফ সেঞ্চুরি করেছিলেন। অধিনায়ক বেইলি ৯২ অপরাজিত থেকেছেন। তবে সেই ম্যাচটি জিতেছিল ভারত।
২০২০ সালে প্রথম পাঁচ ব্যাটারের পঞ্চাশোর্ধ রানের ঘটনার সাথেও অস্ট্রেলিয়া এবং ভারত জড়িত। সেবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সিডনিতে মুখোমুখি হয়েছিল দুই দল। অস্ট্রেলিয়ার হয়ে সে ম্যাচে ৬৪ বলে ১০৪ রান করেছিলেন স্টিভেন স্মিথ।
এছাড়া শুরুর বাকি চার ব্যাটারদের মধ্যে, ডেভিড ওয়ার্নার ৮৩ রান করেন। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল ৬০ এর ঘরে রান করে অপরাজিত থাকলেও অ্যারন ফিঞ্চ আউট হয়ে যান। মার্নাস লাবুশেনের ব্যাট থেকে আসে ৭০ রান।