ভারতের টি-টোয়েন্টি দলে অনেকদিন ধরেই নেই রোহিত শর্মা। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার পর এই ফরম্যাটে আর দেখা যায়নি ভারতীয় এই ওপেনারকে। অনেকের মতেই, সীমিত ওভারের এই সংস্করণে আর নাও দেখা যেতে পারে রোহিতকে।
ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলে ছিলেন না তিনি। কবে নাগাদ টি-টোয়েন্টি দলে ফিরবেন, তা নিয়েও রয়েছে শঙ্কা। সব মিলিয়ে ভারতের ক্রিকেট পাড়ায় রোহিতের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। অবশ্য শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন মনে করেন, চাইলেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেন রোহিত।
নিজের বায়োপিক ‘৮০০’-এর এক অনুষ্ঠানে গিয়ে রোহিত শর্মাকে নিয়ে মুরালিধরন বলেন, ‘রোহিতের ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স দেখুন। প্রতি ম্যাচেই দারুণ শুরু এনে দিয়েছে সে। আর বয়স কতই বা, ৩৬, খুব বেশি নয়। সে চাইলে আরও একটা বিশ্বকাপ খেলতে পারে, যদি কোহলির মতো সে ফিটনেস নিয়ে কাজ করে।’
রোহিতের বিশ্বকাপের পারফরম্যান্স নিয়ে মুরালি আরো বলেন, ‘বিশ্বকাপে সে ১৩০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। যেটা টি-টোয়েন্টির বিবেচনাতেও ভালো। রোহিত অভিজ্ঞ ক্রিকেটার। ওর যা বয়স তাতে শুধু ফিটনেস নিয়ে কঠোর পরিশ্রম করতে হয়। যদি ইচ্ছা থাকে, সে খেলবে। আমার মনে হয়, রোহিত অবশ্যই আরও একটা বিশ্বকাপ খেলবে। এটা নিয়ে হয়তো তাঁর ভাবনাও আছে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বিরাট কোহলির পরই দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক রোহিত। ক্যারিয়ারে ১৪৮টি ম্যাচে ৩৮৫৩ রান করেছেন এ ডানহাতি ব্যাটার।